বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, তা গৌতম গম্ভীরকে দেখালেন বিরাট কোহলি? ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মেন্টর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা ব্যাটারের কথোপকথনের একটি ভিডিয়ো দেখে এমনই মনে করছেন নেটিজেনদের একাংশ। আর যে দৃশ্য দেখে নেটিজেনরা সেটা মনে করছেন, তা শনিবার ইডেনে কেকেআরের লাইভে দেখা গিয়েছে। রবিবার ইডেনে কেকেআর এবং আরসিবির মহারণের আগে প্র্য়াকটিস নিয়ে কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে একাধিক লাইভ করা হয়। একটি লাইভে দেখা যায় যে ইডেনের পিচের কাছে দাঁড়িয়ে কিছু একটা কথা বলছেন গম্ভীর এবং বিরাট। আর ভিডিয়োর শেষের দিকে দেখা যায়, হাত দিয়ে বিরাট দেখাচ্ছেন যে ব্যাটের কাণায় লেগে বলটা স্টাম্পে আছড়ে পড়ছে। সেটা কার আউট নিয়ে বলছেন, আইপিএলে নিজের উইকেট নিয়ে বলছেন নাকি বিশ্বকাপ ফাইনালের আউট নিয়ে বলছেন বিরাট, তা অবশ্য একেবারেই স্পষ্ট নয়।
বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন বিরাট?
তবে শনিবার গম্ভীরের সামনে যেরকমভাবে অঙ্গভঙ্গি করেন বিরাট, ঠিক সেরকমভাবেই ২০২৩ সালের সেই অভিশপ্ত ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে আউট হয়েছিলেন ভারতের তারকা ব্যাটার। সেই অভিশপ্ত দিনে প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে টানছিলেন বিরাট। অর্ধশতরানও করে ফেলেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
ভারতের ইনিংসের ২৮.৩ ওভারে প্যাট কামিন্সের বলে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। শর্ট লেংথে বলটা করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বলটা পিচে পড়ে ভিতরের ঢুকে আসতে থাকে। পিচটা এতটাই ঢিমে ছিল যে বলটা কার্যত আসছিল না। সামনের দিকে ঝুঁকে নিজের হাত মুক্ত করার চেষ্টা করেছিলেন বিরাট। কিন্তু বলটা বিরাটের কাণায় লেগে স্টাম্পে আছড়ে পড়েছিল।
হতবাক হয়ে গিয়েছিলেন ভারতের তারকা ব্যাটার। নিশ্চুপ হয়ে গিয়েছিল আমদাবাদ স্টেডিয়াম। সেইসময় যদি ৫৪ রানে বিরাট আউট না হয়ে যেতেন, সম্ভবত আজ বিশ্বকাপটা রোহিত শর্মার হাতে থাকত। আর সেই কষ্টটা এখনও ভুলতে পারেননি ভারতীয়রা। আর বিরাটের ভিডিয়োটা যেন সেই ক্ষত আরও তাজা করে দিল।
আরও পড়ুন: IPL 2024-‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর?
নেটিজেনদের প্রতিক্রিয়া
বিরাট ও গম্ভীরের সেই ভিডিয়ো দেখে এক নেটিজেন বলেন, 'এখনও এটা কষ্ট দেয়।' অপর একজন বলেন, 'ভাবুন, এই মুহূর্তটা যদি আমাদের এতটা কষ্ট দেয়, তাহলে ওটা বিরাটের জন্য কতটা কষ্টকর ছিল। গম্ভীরের সঙ্গে বিষয়টা ভাগ করে নেওয়ায় হয়ত যন্ত্রণা কিছুটা কমবে।' অপর এক নেটিজেন আবার হৃদয়ভঙ্গের ইমোজি দিয়ে বলেছেন, ‘ইস, বিরাট যদি সেদিন আউট না হতেন।’