বছরের প্রথম ৭৫ দিনে ঠিক কোন ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে, ঠিক কতটা সরকারের প্রাপ্তি সেটাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানিয়েছেন, একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি। গোটা বিশ্ব এখন ভারতের প্রতি তাদের আস্থা প্রদর্শন করছে।
শনিবার তিনি ওই কনক্লেভে উপস্থিত হয়ে ৭৫দিনে দেশের প্রাপ্তিত নানা দিক তিনি তুলে ধরেন। যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন সেগুলি হল, ৫০০ জেটের জন্য এয়ার ইন্ডিয়ার অর্ডার, আরআরআর-য়ের নাটু নাটু গানের জন্য দুটি অস্কার, ভারতে জি-২০ মিটিং। তিনি সরকারের কিছু ফ্ল্যাগশিপ স্কিমের কথাও তুলে ধরেন। ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি, সীমান্ত গ্রামের উন্নতি, উত্তর পূর্ব ভারতের উন্নতি, মহিলাদের উন্নতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যৌথ মালিকানায় ঘর তৈরি করা সহ সরকারের নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন, বহু চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত ক্রমশ এগিয়ে চলেছে। গোটা বিশ্ব ভারতের প্রতি আস্থাশীল।
প্রধানমন্ত্রী ৭৫ দিনে ভারতের নানা প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৩ সালের প্রথম ৭৫দিনের মধ্যে ভারতের গ্রিন বাজেট ঘোষণা করা হয়েছে। শিভামোগ্গাতে বিমানবন্দর তৈরি করা হয়েছে। ধারওয়াদ ক্যাম্পাসে আইআইটির সূচনা করা হয়েছে। মুম্বইয়ে মেট্রো রেলের পরবর্তী পর্যায়ের কাজ হয়েছে। আর বিশ্বের বৃহত্তম রিভার ক্রুজ এই ৭৫দিনের মধ্যেই হয়েছে।
দেখে নিন কোন ক্ষেত্রে ভারতের প্রাপ্তি-
দেশের ঐতিহাসির গ্রিন বাজেট
মুম্বইতে মেট্রো রেলের পরবর্তী ধাপের কাজ
বেঙ্গালুরু মাইসোর এক্সপ্রেসওয়ের কাজ শুরু
দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ের একাংশের কাজ
বিশাখাপত্তনম থেকে বন্দে ভারত
আইআইটি ধারওয়াদের স্থায়ী ক্যাম্পাস
পরম বীর চক্র বিজেতাদের নামে ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ করেছে
ই-২০ জ্বালানি এনেছে ভারত যার মধ্যে পেট্রলে ২০ শতাংশ ইথানল রয়েছে
তুমাকুরুতে এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার ফ্য়াক্টরি
এয়ার ইন্ডিয়া বিশ্বের সবথেকে বেশি বিমানের অর্ডার দিয়েছে।