বাংলা নিউজ > ঘরে বাইরে > IS Attack on Kabul Gurudwara: কাবুলের গুরুদ্বারে হামলা IS-K জঙ্গিদের, আটকে বহু শিখ, মৃত ১

IS Attack on Kabul Gurudwara: কাবুলের গুরুদ্বারে হামলা IS-K জঙ্গিদের, আটকে বহু শিখ, মৃত ১

ঘটনায় শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

IS Attack on Kabul Gurudwara: ঘটনায় শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় জঙ্গিরা গুরুদ্বারে ঢোকে। এরপর গুরুদ্বারের সামনে একটি বিস্ফোরণও ঘটে বলে জানা গিয়েছে।

শনিবার সকালে ইসলামিক স্টেট সন্ত্রাসীরা হামলা চালাল আফগান রাজধানী কাবুলে অবস্থিত এক গুরুদ্বারে। হামলার জেরে কার্তে পারওয়ান গুরুদ্বারে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। পরে আরও একজনের মৃত্যুর খবর মেলে। ঘটনায় শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় জঙ্গিরা গুরুদ্বারে ঢোকে। এরপর গুরুদ্বারের সামনে একটি বিস্ফোরণও ঘটে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, জঙ্গিরা যখন গুরুদ্বারে হামলা চালায় তখন সেই সময় গুরুদ্বারের ভিতর ২৫ থেকে ৩০ জন শিখ এবং হিন্দু ছিলেন প্রার্থনার জন্য। হামলার পর সেখান থেকে কয়েকজন পালাতে সম্মত হয়েছেন। তবে এখনও অনেকেই সেখানে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ৭ থেকে ৮ জন এখনও গুরুদ্বারে আটকে রয়েছেন। জানা গিয়েছে, হামলায় তিন তালিবান যোদ্ধা জখম হয়েছে। এদিকে দুই হামলাকারীকে ঘিরে ফেলা হয়েছে। এর আগে ভারত কার্তে পারওয়ান গুরুদ্বারের শিখদের আফগানিস্তান থেকে উদ্ধার করার প্রস্তাব দিয়েছিল। তবে শিখরা আফগানিস্তান ছেড়ে আসতে সম্মত হননি।

এদিকে ভারত এই হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে নূপুরশ শর্মার বিতর্কিত মন্তব্যের ঘটনায় এর আগে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইসলামিক স্টেট খোরাসান। সম্প্রতি এই বিতর্কের প্রেক্ষিতে ইসলামিক স্টেট খোরাসান ভারতকে নিয়ে ১০ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করে। ভিডিয়োতে নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি দিল্লির জাহাঙ্গিরপুরীতে বুলডোজার চালানোর ঘটনাও স্থান পায় জঙ্গি সংগঠনের ভিডিয়োটিতে। সন্ত্রাসী সংগঠনটি নবির অপমানের প্রতিশোধ নিতে হিন্দুদের উপর হামলার হুমকি দেয়। ভিডিয়োতে ইসলামিক স্টেট তালিবানেরও সমালোচনা করেছিল।

বন্ধ করুন