সরকারি চাকরিতে যোগদানের ৮ মাসের মধ্যেই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মহিলা সরকারি আধিকারিক। ঝাড়খণ্ডের হাজারিবাগের সহকারী রেজিস্ট্রার মিতালি শর্মাকে গ্রেফতার করেছে সেরাজ্যের দুর্নীতিদমন শাখা। সরকারি চাকরিতে যোগদান করেই কী করে একজন আধিকারিক ঘুষ নেওয়ায় হাত পাকালেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আট মাস আগে বিহারের হাজারিবাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে যোগ দেন মিতালি। সেটাই ছিল তাঁর প্রথম পোস্টিং। অভিযোগ, চাকরিতে যোগদান করেই ঘুষের দাবি করতে থাকেন তিনি। সম্প্রতি তিনি স্থানীয় ব্যবসায়ী সহযোগিতা সমিতি পরিদর্শন করেন। সেখানে একাধিক বিধি পালন করা হচ্ছে না বলে অভিযোগ করে পদক্ষেপ করার হুমকি দেন মিতালি। এর পর জানান, ২০০০০ টাকা ঘুষ দিলে কোনও পদক্ষেপ করবেন না। ঠিক হয় ৭ জুলাই তাঁর দফতরে গিয়ে প্রথম কিস্তির ১০০০০ টাকা দিয়ে আসবেন ব্যবসায়ী সমিতির লোকেরা।
ওদিকে মিতালিদেবীর ঘুষ চাওয়ার কথা ঝাড়খণ্ডের দুর্নীতিদমন শাখার ডিজিকে জানিয়ে দেন ব্যবসায়ী সমিতির এক সদস্য। সেই মতো ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। নিজের দফতরে বসে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে তাঁরা মিতালিদেবীকে ধরেন। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিযুক্ত সরকারি আধিকারিককে এর পর গ্রেফতার করে হাজারিবাগে নিয়ে যাওয়া হয়েছে।