ইচ্ছে ছিল গোটা ভারত বাইকে ঘুরে দেখবেন। বাইকে চেপেই বৈচিত্রময় ভারতের নানা প্রান্ত ঘুরে বেড়ানোর ইচ্ছা নিয়ে ভারতে আসা স্পেনের মহিলা পর্যটকের ধর্ষণকাণ্ড ঘিরে তোলপাড় ঝাড়খণ্ডে। ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্পেন থেকে ৩৫ বছর বয়সী ওই মহিলা পর্যটক ভারতে একা আসেননি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী। অভিযোগ, তাঁর স্বামীকে ব্যাপক মারধর করা হয়। তারপরই মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার ঝাড়খণ্ডের দুমকার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুমকার কুরুমাহাতের হাঁসদিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনার খবর ইন্টারনেটে কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে যায়। ইনস্টাগ্রামে ওই মহিলা ঘটনার ভিডিয়ো তুলে তা পোস্ট করেন। তিনি সেখানে বলেন, ‘আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে…।’ সেখানেই তিনি অভিযোগ তোলেন, ৭ জন দুষ্কৃতি তাঁকে ধর্ষণ করেছেন। এখানেই শেষ নয়, যৌন অত্যাচার ছাড়াও তাঁর স্বামীকে মারধর করে তাঁদের থেকে জিনিস লুছ করার অভিযোগ রয়েছে ৭ জনের বিরুদ্ধে। তিনি জানান, তিনি হাসপাতালে ছিলেন সেই রাতে। ঘটনার জেরে যে ভারতের পর্যটনের উপর কিছুটা দাগ পড়ল, তা বলাই বাহুল্য। এছাড়াও ফের একবার দেশে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে, দুমকার পুলিশ এসপি জানিয়েছেন, ‘সব ৭ জন অভিযুক্তকেই শণাক্ত করা গিয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে, আর তারা নিজেদের দোষ মেনেও নিয়েছে।’ এদিকে, নির্যাতনের শিকার মহিলার মেডিক্যাল টেস্টের পর তাঁর ওপর চলা ধর্ষণের ঘটনা নিশ্চিত করা হয়। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এইটি ধর্ষণের ঘটনা। পুলিশ বলছে, একটি ছোট জঙ্গলের এলাকায় এই ঘটনা ঘটেছে।