দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘের সঙ্গে দেখা হয়েছিল বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এয়ারপোর্টের লাউঞ্জে তাঁদের দুজনের মধ্যে কথা হয়। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লিখেছেন। ছবিও পোস্ট করেছেন এনিয়ে। তবে এবার সেই কথাকে ঘিরে চরম রসিকতা করলেন শুভেন্দু।
মমতা লিখেছিলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংঘের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে আমায় দেখেন। আমি তাঁর আন্তরিকতায় মুগ্ধ। তাঁকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩এ কলকাতায় আমন্ত্রণ করেছি। তিনি আমায় শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে মমতার সেই বক্তব্যকে ঘিরে চরম রসিকতা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স প্লাটফর্মে লিখেছেন, দুজনের মধ্যে কী কথা হয়েছে তার কিছুটা আমি অনুমান করতে পারছি। এরপর তিনি একেবারে কথোপকথনের আকারে লিখেছেন,
'শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘে- শ্রীলঙ্কার মতো আপনিও আপনার রাজ্যকে শুনালম অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছেন?
মমতা বন্দ্যোপাধ্য়ায়- আপনি যদি আমায় একটু গাইড করতেন কীভাবে বাজার থেকে আরও টাকা ধার নিতে হয়। তাহলে আপনাকে পরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানাতাম।
রনিল বিক্রমসিংঘে- কিন্তু আমরা তো বিনিয়োগের মতো জায়গায় নেই। সামিটে গিয়ে আমাদের কী ভালোটা হবে ?
মমতা বন্দ্যোপাধ্য়ায়-কিচ্ছু ভাববেন না। আপনি শুধু আসুন। ২-৩দিন থাকুন। এরপর একটা মউ সই করুন। সকলেই আসেন মউ স্বাক্ষর করেন আর চলে যান। কেউই বিনিয়োগ করেন না। আমি শুধু ভালো শিরোনামের আশায় থাকি।'
লিখেছেন শুভেন্দু অধিকারী। বিনিয়োগ টানতে স্পেনে যাচ্ছেন মমতা। রাস্তাতেই দেখা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে। সেই ছবি তিনি নিজেই পোস্ট করেছেন। কী কথা হল সেটা মমতা নিজেও জানিয়েছেন। তবে এবার এটা নিয়েও মজা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার একসময়ের সদস্য তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
তবে মমতার বিদেশ সফরের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। কতটা বিদেশি বিনিয়োগ আসে বাংলায় সেটাও খোঁজ রাখছেন অনেকেই।