বাংলা নিউজ > ঘরে বাইরে > Korean Youtuber new post: মুম্বইয়ে হেনস্থার সময় এঁরাই ছিলেন পাশে! কোরিয়ান ইউটিউবার আদিত্য, অথর্বকে ধন্যবাদ জানালেন এভাবে

Korean Youtuber new post: মুম্বইয়ে হেনস্থার সময় এঁরাই ছিলেন পাশে! কোরিয়ান ইউটিউবার আদিত্য, অথর্বকে ধন্যবাদ জানালেন এভাবে

কোরিয়ান ইউটিউবারের সঙ্গে ওই দুই যুবক।

মুম্বইয়ের ওই ভয়ঙ্কর ঘটনার পর কোরিয়ান ইউটিউবার জানিয়ে দেন যে তিনি এরপরও ভারত ছেড়ে যাচ্ছেন না। নিজের ট্যুর শেষ করে তবেই তিনি ফিরবেন। এদিকে, গোটা ঘটনার পর শুক্রবার অথর্ব ও আদিত্যর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন ওই কোরিয়ান ইউটিউবার।

মুম্বই শহরের বুকে কোরিয়ান ইউটিউবারকে হেনস্থা ঘিরে দুই অভিযুক্ত যুবক গ্রেফতার হয়েছে। রাতের মুম্বইতে দুই যুবক ওই ২৪ বছর বয়সী তরুণীর গায়ে হাত দেয়, তাঁকে চুম্বনের চেষ্টা করে। আর এই সমস্তই লাইভ ইউটিউব ভিডিয়োতে ধরা পড়েছে। তখন সেই লাইভ স্ট্রিমিং দেখছিলেন এক যুবক অথর্ব। তিনি সেই সময় রাস্তায় এগিয়ে আসেন, উদ্ধার করেন কোরিয়ান ইউটিউবারকে। অভিযুক্তদের গ্রেফতারিতে সাহায্য করেন আরও এক মুম্বইয়ের বাসিন্দা আদিত্য।

মুম্বইয়ের ওই ভয়ঙ্কর ঘটনার পর কোরিয়ান ইউটিউবার জানিয়ে দেন যে তিনি এরপরও ভারত ছেড়ে যাচ্ছেন না। নিজের ট্যুর শেষ করে তবেই তিনি ফিরবেন। এদিকে, গোটা ঘটনার পর শুক্রবার অথর্ব ও আদিত্যর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন ওই কোরিয়ান ইউটিউবার। তিনি মুম্বইয়ের এই দুই যুবককেই ধন্যবাদ জ্ঞাপন করেন। অভিযুক্তদের থেকে ওই তরুণীকে রক্ষা করা, অভিযুক্তদের গ্রেফতারি সমেত একাধিক ঘটনায় ইউটিউবার সঙ্গে ছিলেন অথর্ব ও আদিত্য। আর সেই ঘটনায় পাশে থাকার জন্য অথর্ব আর আদিত্যকে ধন্যবাদ জ্ঞাপন সহকারে আজ মধ্যাহ্নভোজে নিয়ে যান ওই তরুণী।

নিজের টুইটার পোস্টে ওই তরুণী লেখেন, ‘দুই ভদ্র ভারতীয় যুবকের সঙ্গে মধ্যাহ্নভোজ। যে যুবকরা আমাকে রক্ষা করেছেন, ভিডিয়ো পোস্ট করতে সাহায্য করেছেন। ’ উল্লেখ্য, জানা গিয়েছে, মুম্বইয়ের খার এলাকায় ওই মহিলাকে হেনস্থা করেন দুই ব্যক্তি। অভিযুক্ত মুনবিন চাঁদ মহম্মদ শেখ, ও মহম্মদ নাকিব আনসারি। অভিযুক্তদের মধ্যে একজনের বয়স ১৯ বছর, অন্যজনের বয়স ২০। দুজনকেই ওই মহিলা ইউটিউবারকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন