পিভি থরাগথ
এবার জমি মাফিয়াদের খপ্পরে খোদ গায়ক লাকি আলি। তাঁর অভিযোগ কর্ণাটকের বেঙ্গালুরুতে তাঁর ফার্মের জমি দখল করে নেওয়া হয়েছে। এনিয়ে রাজ্য পুলিশের ডিজিপির কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তিনি টুইট করে সাফ জানিয়ে দিয়েছেন, আমি মাকসুদ মেহেমুদ আলি। প্রয়াত অভিনেতা মেহেমুদ আলির সন্তান। আমি লাকি আলি নামে পরিচিত। বিশেষ প্রয়োজনে আমি দুবাইতে রয়েছি। ইয়েলাহানকাতে আমার ফার্মটা দখল করে নেওয়া হচ্ছে। জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
আইএএস রোহিনী সিন্ধুরির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। লাকি আলির দাবি, ওই আইএএসের মদতে এই জমি দখল হচ্ছে। তিনি লিখেছেন IAS স্ত্রীর সহায়তায় নিজেদের ফায়দা তোলার জন্য় ওরা এসব করছে।ওরা জোর করে বেআইনীভাবে আমার ফার্মে ঢুকে পড়েছে। কোনও কাগজপত্রও দেখাচ্ছে না তারা।
তাঁর দাবি, দুবাইতে আসার আগে অভিযোগও দায়ের করেছিলাম। কিন্তু স্থানীয় পুলিশ কিছু করছে না। উলটে দখলদারদের সহায়তা করছে।
এদিকে গায়কের বিস্ফোরক দাবি নিয়ে আইএএস আধিকারিক রোহিনী সিন্ধুরি একটি ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তিনি করছেন তা অপমানজনক। কোনও কারণ ছাড়াই তিনি এসব বলছেন। এমনকী তাঁর দাবি এবার তিনি এনিয়ে মানহানির মামলা করবেন লাকি আলির বিরুদ্ধে।
এদিকে বাংলায় মাঝেমধ্যেই ওঠে জমি দখলের অভিযোগ। শাসকদলের ঘনিষ্ঠরাই জমির অবৈধ দখলের সঙ্গে যুক্ত। এমনকী পুলিশের বিরুদ্ধেও ওঠে মদতের অভিযোগ। তবে এবার সেই জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে কর্ণাটকে। সেই অভিযোগ তুললেন খোদ গায়ক লাকি আলি।