বাংলা নিউজ > ঘরে বাইরে > Launch Video of ISRO's LMV3: ইতিহাস তৈরি ইসরোর, ৩৬টি স্যাটেলাইট নিয়ে সফল উৎক্ষেপণ দেশের সর্ববৃহৎ LVM3 রকেটের

Launch Video of ISRO's LMV3: ইতিহাস তৈরি ইসরোর, ৩৬টি স্যাটেলাইট নিয়ে সফল উৎক্ষেপণ দেশের সর্ববৃহৎ LVM3 রকেটের

৩৬টি স্যাটেলাইট নিয়ে সফল উৎক্ষেপণ দেশের সর্ববৃহৎ LVM3 রকেটের (PTI)

ভারতীয় রকেট এলভিএম থ্রি ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আজ সকালে ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি জেন ওয়ান স্যাটেলাইট নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩৬টি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (LVM3) রকেট সফলভাবে উৎক্ষেপণ করে। ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের সফল উৎক্ষেপণটি লাইভ স্ট্রিম করা হয়েছিল ইসরোর ইউটিউব চ্যানেল থেকে। উল্লেখ্য, ওয়ানওয়েব ব্রিটিশ সংস্থা। তাদের জন্য ৩৬টি স্যাটেলাইট লঞ্চ করে ইসরো। উল্লেখ্য, ভারতীয় রকেট এলভিএম থ্রি ৪৩.৫ মিটার লম্বা এবং এর ওজন ৬৪৩ টন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আজ সকালে ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি জেন ওয়ান স্যাটেলাইট নিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। (আরও পড়ুন: বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে কত গতিতে? কী পরিকল্পনা রেলের)

উল্লেখ্য, ওয়ানওয়েবে বিনিয়োগ রয়েছে ভারতী এয়ারটেল গ্রুপের। মহাকাশে ওয়ানওয়েবের ৫৮২টি উপগ্রহ রয়েছে। আজকের সফল উৎক্ষেপণের ফলে সেই সংখ্যা ৬১৮-য় পৌঁছে যাবে। এর ফলে বিশ্বব্যাপী প্রসার ঘটবে ভারতী গ্রুপের। প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ২৩ অক্টোবর অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল আরও ৩৬টি উৎক্ষেপণ করা হয়েছিল। মোট ৭২টি উপগ্রহ উৎক্ষপেণেক জন্য দুই ধাপে হাজার কোটি টাকার চুক্তি সাক্ষর করেছিল। এই ৩৬টি ওয়ানওয়েব জেন ওয়ান স্যাটেলাইট ৮৭.৪ ডিগ্রি বাঁকে ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। এদিকে এই মিশনটি LVM3-র ষষ্ঠ উড়ান। চন্দ্রযান-২ মিশনসহ পরপর পাঁচটি সফল মিশন সম্পন্ন করেছে এই লঞ্চ ভেহিকল। (আরও পড়ুন: 'এই তথ্য সঠিক হতে পারে না', সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ডিএ আন্দোলনকারীদের)

পৃথিবীর চারপাশে উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করছে ওয়ানওয়েব। স্যাটেলাইটগুলোকে ১২টি প্লেনে বিভক্ত করা হয়েছে এবং এগুলি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ কিলোমিটার উচ্চতায় রয়েছে। প্রসঙ্গত, ওয়ানওয়েব শীঘ্রই বিশ্বব্যাপী তার ব্রডব্রান্ড পরিষেবা চালু করবে। এই কারণেই কৃত্তিম উপগ্রহের এই নক্ষত্রমণ্ডল তৈরি করা হয়েছে। এই জেন ওয়ান স্যাটেলাইটগুলির এক একটির ওজন প্রায় ১৫০ কেজি। প্রতিটি স্যাটেলাইট এক একটির থেকে ৪ কিলোমিটার দূরত্বে থাকবে। এর আগে রাশিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করেছিল ওয়ানওয়েব। কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই রাশিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় এই সংস্থা। এদিকে ভারতের সঙ্গে এর আগেও কাজ করেছে ওয়ানওয়েব।

 

বন্ধ করুন