বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রতিবেশীর পোষা কুকুরকে গুলি করে খুন, ধৃত ১, কুকুরের মালিকও পুলিশের জালে

প্রতিবেশীর পোষা কুকুরকে গুলি করে খুন, ধৃত ১, কুকুরের মালিকও পুলিশের জালে

কুকুরকে গুলি করে খুন করার অভিযোগ গ্রেফতার ১ (প্রতীকী ছবি)

কুকুরটি ধৃত ব্যক্তির স্ত্রীকে কামড়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেশীর কুকুরকে গুলি করে মারার অভিযোগে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে ওই কুকুরটি কামড়েছিল। এদিকে এর জেরে তাকে ইঞ্জেকশনও নিতে হয়। ধৃত ব্য়ক্তি ইন্দোরের সুদামা নগরের বাসিন্দা। দ্বারকাপুরী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্তোষ দ্বিবেদী বলেন,  ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি ওই কুকুরটিকে তিনি তাঁর লাইসেন্সপ্রাপ্ত রাইফেল থেকে গুলি চালিয়ে মেরে ফেলেছেন। ওই কুকুরটি তাঁর স্ত্রীকে কামড়েছিল বলে তাঁর দাবি। পাশাপাশি ধৃত ব্যক্তি পুলিশের কাছে দাবি করেছেন যে কুকুরটি পাগল হয়ে গিয়েছিল। স্থানীয় এলাকায় আরও মানুষকে সে কামড়েছে। কিন্তু তারপরেও কুকুরের মালিক এব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। 

 

অন্যদিকে পুলিশ বিশেষ ধারায় কুকুরের মালিক বৈদিক পাঠককেও গ্রেফতার করে। তবে দুটি ক্ষেত্রেই ধৃত ব্যক্তিরা জামিনে ছাড়়া পেয়ে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃত দুজনকেই জামিনযোগ্য ধারায় অভিযুক্ত করা হয়েছিল। সেকারণেই দুজনে জামিন পেয়ে গিয়েছেন। তবে গোটা ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দাদের দাবি কুকুরকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকত। তবে তার জল যে একেবারে থানা পুলিশ পর্যন্ত গড়াবে তা বুঝতে পারেননি অনেকেই।

 

বন্ধ করুন