আব্রাহাম থমাস
দিল্লি আবগারি মামলায় দীর্ঘদিন ধরেই জেলবন্দি মণীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট জানিয়েছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া তাঁর স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন। তবে বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সূত্রের খবর, ৪ সেপ্টেম্বর তাঁর পরবর্তী শুনানির সময় জামিনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।দিল্লির আবগারি মামলায় অভিযুক্ত মণীশ সিসোদিয়া। ইডি-সিবিআই এনিয়ে তদন্ত করছে।
বিচারপতি সঞ্জীব খান্না ও এসভিএন বাট্টি ইডিকে প্রশ্ন করেন, আপনারা বলছেন তিনি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। বলছেন একটি ফাইল পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা একটা পরিষ্কার ছবি চাইছি কীভাবে আর্থিক কেলেঙ্কারি হয়েছিল। আপনারা যে হলফনামা দিয়েছেন তা আমাদের কাছে পরিষ্কার নয়।
এদিকে এর আগে জামিনের জন্য আবেদন করেছিলেন মণীশ। তিনি জানিয়েছিলেন ইডি ও সিবিআই জামিনের যে বিরোধিতা করেছে তাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে তিনি জামিন চেয়েছিলেন। তাঁর মতে ২০০০ সাল থেকে তাঁর স্ত্রী অসুস্থ। শুক্রবার বিষয়টি বিবেচনার জন্য় আদালতে পেশ করা হয়েছিল।
এদিকে আইনজীবী অভিষেক মনু সিংভি সহ অন্যান্যরা জানিয়েছিলেন, মণীশের স্ত্রী ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু পরিবারে আর কেউ তাঁকে দেখার মতো নেই। সিসোদিয়াকে জামিন দেওয়া দরকার।
তবে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। আমরা কিছুদিনের মধ্য়েই আবেদনটা গ্রহণ করব। আগামী ৪ সেপ্টেম্বর গোটা বিষয়টি ফের আদালতে হাজির করার জন্য নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে এবার সেদিন সিসোদিয়া জামিন পান কি না সেটাই দেখার।