গ্যাংস্টারের বিয়ে বলে কথা! ১২ মার্চ দিল্লিতে বসছে বিয়ের আসর। গ্যাংস্টার সন্দীপ ওরফে কালা জাঠেড়ির সঙ্গে বিয়ে হবে অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জের। আর সেই উপলক্ষ্য়ে গোটা ব্যাঙ্কোয়েট হল একেবারে সিসি ক্য়ামেরায় মুড়ে ফেলা হয়েছে। মেটাল ডিটেক্টর, ড্রোনের নজরদারি চলছে। সশস্ত্র কমান্ডোরাও পাহারা দিচ্ছেন পুরোদমে। একেবারে যেন দুর্গের মতো ব্যাপার।
হরিয়ানার সোনিপতের গ্যাংস্টার সন্দীপ। বিয়ে করার জন্য ৬ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন। দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। আর তার বিয়েতে একেবারে চরম নিরাপত্তার ব্যবস্থা। একটা সময় মোস্ট ওয়ান্টেড ছিলেন এই সন্দীপ। তাকে ধরে দিতে পারলে ৭ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
এদিকে এই বিয়েকে ঘিরে যাতে কোনও গ্যাং ওয়ার শুরু না হয়ে যায় সেটাই বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে। সেই সঙ্গে সন্দীপ যাতে বিয়ের সুযোগ নিয়ে হেফাজত থেকে পালিয়ে না যান সেটাও দেখার। সব মিলিয়ে একেবারে টান টান উত্তেজনা।
দ্বারকা সেক্টর ৩তে সন্তোষ গার্ডেন। তিহাড় জেল থেকে প্রায় সাত কিমি দূরে এই অনুষ্ঠান হল। এই হলটির ভাড়া ৫১০০০ টাকা। সেটা সন্দীপের আইনজীবী ভাড়া নিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ব্যাঙ্কোয়েটে প্রবেশের মুখেই থাকবে ডোরফ্রেম মেটাল ডিটেক্টর। পাস ছাড়া কোনও গাড়িকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। বার কোড দেওয়া হবে ভেতরে প্রবেশের আগে। সব মিলিয়ে একেবারে টান টান ব্যাপার।
এদিকে গোটা এলাকায় প্রায় ২৫০ পুলিশ থাকছে। প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনীও থাকবে। স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ সহ দক্ষ পুলিশ আধিকারিকরা থাকবেন এলাকায়। রাজস্থান পুলিশ ও এনআইএ নজর রাখছে এই বিয়েতে।
এমনকী কিছু পুলিশ কর্মী অস্ত্র নিয়ে সাদা পোশাকে থাকবেন। প্রায় ১৫০জন অতিথি আসবেন। সেই তালিকা পুলিশকে দেখাতে হয়েছে। যে ওয়েটাররা থাকবেন তাদের পরিচয়পত্র থাকছে।
এদিকে ২০২০ সালে হরিয়ানা পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়েছিল সন্দীপ। তার গোষ্ঠীর লোকজন গুলি চালিয়ে তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। একেবারে কড়া নিরাপত্তা। দিল্লি পুলিশের বিশাল বাহিনী তাকে ঘিরে থাকবে। তাকে জেল থেকে বের করা, বিয়ে সুষ্ঠুভাবে করা এরপর জেলে ফিরে যাওয়া সবটাই শান্তিতে করাতে চাইছে পুলিশ।
এদিকে পাত্রী অনুরাধা এর আগে অপহরণ ও তোলাবাজির ঘটনায় অভিযুক্ত ছিলেন বলে অভিযোগ। একাধিক সংবাদ প্রতিবেদনে তেমনটাই জানা গিয়েছে।