পান্নুন হত্যার ছক নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর। সম্প্রতি পান্নু হত্যার ছকের মামলা নিয়ে মুখ খুলেছিলেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি। তার পরিপ্রেক্ষিতেই প্রতিক্রিয়া দেন জয়শংকর। এদিকে এই ঘটনা নিয়ে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করে তাতে দাবি করা হয়েছিল, এই হত্যার ছকের নেপথ্যে নাকি দলছুট র' এজেন্টের যোগ খুঁজে পেয়েছে ভারত। এই সবের মাঝেই তদন্ত নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন জয়শংকর।
আরও পড়ুন: কেন শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়েছিল ১৬৩ একরের দ্বীপ? জানুন কচ্ছতিভুর ইতিহাস
উল্লেখ্য, দু'দিন আগেই সংবাদসংস্থা এএনআই-কে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বলেছিলেন, 'লাল রেখা কখনওই অতিক্রম করা উচিত নয়। কোনও নাগরিককে হত্যা করার পরিকল্পনার সঙ্গে কোনও দেশের সরকার বা সরকারি কর্মীদের যোগ থাকা বাঞ্চনীয় নয়।' গারসেট্টির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এই বিষয়ে তিনি বললেন, 'আমেরিকা থেকে পাওয়া কিছু তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করছি এই ঘটনার। মার্কিন দূত তাঁর সরকারের অবস্থান তুলে ধরেছেন। আর আমি আমার সরকারের অবস্থান সামনে রাখছি। আমরা তদন্ত করছি, কারণ আমরা মনে করি এর সঙ্গে আমাদের দেশের নিরাপত্তাও জড়িয়ে।' (আরও পড়ুন: নেই পর্যাপ্ত পাইলট, উড়ান বাতিল করে যাত্রীদের রিফান্ড দিচ্ছে টাটার বিমান সংস্থা)
আরও পড়ুন: তিহাড়ের ১৪X৮ ফুট সেলে রাখা হল কেজরিওয়ালকে, পাবেন বাড়ির বালিশ, মিলবে TV-চকোলেট
এদিকে তদন্ত নিয়ে কোনও কিছু বলতে চাননি জয়শংকর। তিনি বলেন, যখন তদন্ত শেষ হবে, তখন এই নিয়ে সরকার তথ্য প্রকাশ করবে। এর আগে এক রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের তদন্ত থেকে নাকি জানা গিয়েছে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের এক প্রাক্তন এজেন্ট নাকি এই হত্যার ছক কষার নেপথ্যে থেকে থাকতে পারেন। তবে ভারত সরকার নাকি এই ধরনের কোনও অভিযানের অনুমতি দেয়নি। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল, যে র' এজেন্টের এই গোটা ঘটনার সঙ্গে যোগ থাকার কথা বলা হচ্ছে, তিনি এখন এজেন্সির সঙ্গে যুক্ত নন। তবে সরকারি ভাবে এখনও ভারতের তরফ থেকে এই তদন্তের বিষয়বস্তু জনসমক্ষে আনা হয়নি। এদিকে এই গোটা পরিকল্পনার সঙ্গে যুক্ত আরও এক আধিকারিক নাকি এখনও ভারত সরকারের অধীনে কাজ করছেন। আর সরকার সেই আধিকারিকের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। (আরও পড়ুন: '১৭০০০ কোটি ফিরিয়েছে', বাংলাকে প্রতিশ্রুতি দিয়ে ইডি-র কীর্তি তুলে ধরলেন মোদী)
আরও পড়ুন: এন্ট্রি লেভেলে সরকারি ও বেসরকারি চাকরির গড় বেতনে ফারাক '২৩০০০ + DA + HRA' : ILO
উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং মানকে হত্যার ছকের মামলায় অভিযুক্ত হয়ে নিখিল গুপ্তা নামক এক ভারতীয় নাগরিক ইতিমধ্যেই চেক প্রজাতন্ত্রের জেলে আছেন। নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আমেরিকা নিখিলকে তাদের দেশে নিয়ে গিয়ে বিচার সম্পন্ন করতে চায়। তাঁর বিরুদ্ধে 'খুনের জন্য বরাত দেওয়ার' ধারায় মামলা দায়ের হয়েছে আমেরিকার আদালতে। গত ২০২৩ সালের ৩০ জুনে চেক প্রজাতন্ত্র থেকে নিখিলকে গ্রেফতার করা হয়েছিল। মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলারের রফা হয়েছিল। দাবি করা হয়, অগ্রিম বাবদ 'আততায়ী'-কে ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। তবে সেই 'আততায়ী' আদতে মার্কিন প্রশাসনেরই 'আন্ডার কভার এজেন্ট' ছিল। এরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন।