বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi at UN Head quarter:'যোগ প্রাচীন হতে পারে, তবে এটি জীবন্ত ও গতিশীল', রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে বার্তা মোদীর

Modi at UN Head quarter:'যোগ প্রাচীন হতে পারে, তবে এটি জীবন্ত ও গতিশীল', রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে বার্তা মোদীর

অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘ আমাকে বলা হয়েছে, প্রায় সব দেশের মানুষই এখানে রয়েছেন।’ উল্লেখ্য, বিশ্বের ১৮০ টি দেশের নাগরিকরা এই অনুষ্ঠানে যোগ দেন। ফলে গড়ে ওঠে এক রেকর্ড। যার হাত ধরে এই অনুষ্ঠান ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’ এ নাম তুলেছে।