বাংলা নিউজ > ঘরে বাইরে > এভারেস্টে টেকা দায় দুর্গন্ধের জেরে! এবার মল ব্যাগে করে আনতে হবে বেসক্যাম্পে

এভারেস্টে টেকা দায় দুর্গন্ধের জেরে! এবার মল ব্যাগে করে আনতে হবে বেসক্যাম্পে

এভারেস্টে চড়বেন!  (PTI)

Mount Everest: মাউন্ট এভারেস্টের ক্রমবর্ধমান পরিবেশগত সমস্যাগুলিকে এতদিন উড়িয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু এবার পাহাড়ে অপরিচ্ছন্নতা দূর করতে নেপাল নতুন নিয়ম করেছে, যা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।

যারা এভারেস্টে যাচ্ছেন, সাবধান! এবার থেকে আপনার নিজের মল একটি ব্যাগে ভরে পাহাড় থেকে নামিয়ে আনতে হবে। মাউন্ট এভারেস্ট পরিচ্ছন্ন রাখতে, ময়লা এড়াতে, নেপালের একটি নতুন নিয়ম চালু করে। জারি করা ঘোষণায় বলা হয়েছে যে, পাহাড় চড়বেন যাঁরা অর্থাৎ পর্বতারোহীদের নিজেদের মল বেস ক্যাম্পে ফিরিয়ে আনতে হবে। এভারেস্ট অঞ্চলের বেশিরভাগ অংশ পাসাং লামু গ্রামীণ পৌরসভার অধীনে অবস্থিত। পাসাং লামু গ্রামীণ মিউনিসিপ্যালিটি জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বর্জ্যের সমস্যা মোকাবেলায় এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

মূলত, পর্বত আরোহণের মরসুমে, পর্বতারোহীরা বেস ক্যাম্পে দীর্ঘ সময় কাটান, যেখানে টয়লেট এবং অন্যান্য প্রয়োজনীয়তার জন্য আলাদা তাঁবু তৈরি করা হয়। এরপর, তাঁরা আরোহণ শুরু করার পরে মলত্যাগ করার জন্য পাহাড়ের এমনই একটি এলাকায় একটি গর্ত খনন করে নেন, যেখানে কম তুষারপাত হয়। এরপর মাউন্ট এভারেস্ট আরোহণের শেষে শুধুমাত্র কয়েকজন ব্যক্তিই নিজেদের মলমূত্র বায়োডিগ্রেডেবল ব্যাগে ফিরিয়ে আনেন। আর এবার এমনটা করা যাবে না। সবাইকেই ওই ব্যাগ ফিরিয়ে আনতে হবে।

এ প্রসঙ্গে, আন্তর্জাতিক পর্বত গাইড স্টিফান কেক, যিনি প্রায়শই মাউন্ট এভারেস্ট অভিযান করেন, দাবি করেছেন যে 'পাহাড়ের যে স্থানে খুব কমই বরফ এবং তুষারপাত হয়েছে, সেখানেই আপনি চারপাশে মানুষের মল দেখতে পাবেন।'

  • কঠোর নিয়ম প্রয়োগ করা হবে

পাসাং লামু গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, পাহাড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। মিংমা বলেন, 'পাহাড়ে মানুষের মলমূত্র দেখা যাচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এছাড়াও কিছু পর্বতারোহী অসুস্থ হয়ে পড়ছেন এরইমধ্যে।' তিনি আরও বলেন, 'এটা মেনে নেওয়া যায় না, এটা আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।' মিংমা বলেন, এই নিয়ম বাস্তবায়নের জন্য একটি অফিস খোলা হবে। আরোহীরা নিজেদের মলমূত্র ফিরিয়ে আনছেন কি না তা ওই অফিসে নিশ্চিত করা হবে।

  • এই নিয়মগুলি আরও অনেক জায়গায় প্রযোজ্য

পর্বতারোহীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মাউন্ট এভারেস্টে আবর্জনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বলা হয়েছিল যে মাউন্ট এভারেস্টে যাওয়া পর্বতারোহীদের বেস ক্যাম্পে মল রাখার জন্য একটি ব্যাগ (পুপ ব্যাগ) কিনতে বলা হবে এবং তাঁরা ফিরে আসার সময় সেই ব্যাগটি চেক করা হবে যে আদৌ তাঁরা নিজেদের মল নিয়ে এসেছেন কি না। নেপালের এভারেস্টের আগে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গে এবং অ্যান্টার্কটিকায়ও এ ধরনের ব্যাগ ব্যবহার করা শুরু হয়েছে।

উল্লেখ্য, ছিরিং শেরপা, বেসরকারি সংস্থা (NGO) সাগরমাথা দূষণ নিয়ন্ত্রণ কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, নেপালি সেনাবাহিনীর নেতৃত্বে একটি বার্ষিক অভিযান পরিচালনা করা হয়েছে। সংস্থার মতে, এভারেস্টের গোড়ার ক্যাম্প ওয়ান এবং সাউথ কোলের মধ্যে প্রায় তিন টন মানব বর্জ্য পাওয়া গিয়েছে, যা ক্যাম্প ফোর নামে পরিচিত।

প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্বতারোহী এবং ৮০০ জন সহায়তা কর্মীদের জন্য, এনজিওটি মার্চ মাসে শুরু হতে চলা পর্বতারোহণ মরসুমের প্রস্তুতির জন্য আমেরিকা থেকে ৮,০০০ টিরও বেশি পুপ ব্যাগ আমদানি করছে। এই পুপ ব্যাগের রাসায়নিক পাউডারগুলি মানুষের বর্জ্যকে শক্ত করে এবং এটিকে অনেকাংশে গন্ধহীন করে তোলে।

উল্লেখযোগ্যভাবে, এটি অনুমান করা হয় যে একজন পর্বতারোহী প্রতিদিন গড়ে ২৫০ গ্রাম বর্জ্য নির্গত করেন। শিখরে পৌঁছানোর জন্য, তাঁর প্রায়শই দুই সপ্তাহের জন্য উপরের ক্যাম্পে থাকেন। সেই অনুযায়ী, এনজিও তাঁদের দুটি করে ব্যাগ দেওয়ার পরিকল্পনা করেছেন। প্রতিটি ব্যাগ তাঁরা পাঁচ থেকে ছয় বার ব্যবহার করতে পারবেন।

পরবর্তী খবর

Latest News

ভারতে কি 'ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ' ভিত্তিতে বণ্টন হবে স্যাটেলাইট স্পেকট্রাম? ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল IND vs AUS 3rd Test Day 1 Live: ব্রিসবেন টেস্টে বৃষ্টির জন্য শুরুতেই থমকাল খেলা সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল অবশেষে মুক্তি! স্ত্রীর হাতে হাত,পাশে সহকর্মীরা, বেরিয়ে এলেন অভিজিৎ মণ্ডল কলকাতায় আসতে হবে না, শিলিগুড়িতেই মিষ্টি হাবের প্রস্তাব, আর কোন ইউনিট হবে? রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ দুশ্চিন্তা বাড়ল লালহলুদে! ACLর চোটে গোটা মরশুম আর খেলতে পারবেন না মাদিহ তালাল… 'পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে’,বাংলাদেশে ইসকনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাধারমন দাস

IPL 2025 News in Bangla

রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.