বাংলা নিউজ > ঘরে বাইরে > Murder: পাকিস্তানে হিন্দু মহিলাকে মাথা কেটে খুন, জমি থেকে উদ্ধার সেই কাস্তে

Murder: পাকিস্তানে হিন্দু মহিলাকে মাথা কেটে খুন, জমি থেকে উদ্ধার সেই কাস্তে

পাকিস্তানে হিন্দু মহিলার খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার। প্রতীকী ছবি 

পাকিস্তানি সংবাদপত্র ডনের রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত কাস্তের কোনও দাবিদার পাওয়া যায়নি। এদিকে এই খুনের ঘটনার পেছনে কোনও তান্ত্রিকের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পাকিস্তানের সিনঝোরো শহরে ৪৪ বছর বয়সী এক হিন্দু মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল। সেই খুনে ব্যবহৃত কাস্তেটি অবশেষে উদ্ধার করল পুলিশ। এই কাস্তে দিয়েই ওই হিন্দু মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ডন সংবাদপত্রে এমনটাই প্রকাশিত হয়েছে। মৃত মহিলার নাম দয়া ভিল। গত ২৭ ডিসেম্বর ওই গ্রাম থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছিল।

সূত্রের খবর, নৃশংসভাবে খুন করা হয়েছিল ওই মহিলাকে। তার মাথা কেটে নেওয়া হয়। পাশাপাশি তার বুকটিকে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করা হয়। হিন্দু সম্প্রদায় থেকে পাকিস্তানের প্রথম মহিলা সেনেটর একটি টুইটে এই ভয়াবহ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছিলেন।

এদিকে এই খুনের ঘটনা পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের কাছে আতঙ্ক তৈরি করে।

ডন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে ওই কাস্তেটি সিন্ধের স্বাস্থ্য দফতরের গবেষণাগারে পাঠানো হয়। সেটি ওই মহিলাকে খুনের কাজে ব্যবহার করা হয়েছিল কি না সেটা নিশ্চিত করার জন্যই এই পরীক্ষা করা হয়। পাশাপাশি খুনের ঘটনাস্থলের কাছে একটি চাদরও পাওয়া যায়। রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে।

এদিকে ওই কাস্তে ও চাদরটি আপাতত পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।

ওই মহিলার ছেলে সোমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিনি জমিতে মাকে খোঁজাখুঁজি করছিলেন। পরে মায়ের ক্ষতবিক্ষত দেহ তিনি দেখতে পান। তিনি জানিয়েছেন, যেভাবে দেহটি ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে তা অত্যন্ত উদ্বেগের।

ওই মহিলার পুত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। প্রচুর খোঁজাখুঁজি করছিলাম। তারপর জমি থেকে মায়ের দেহ খুঁজে পাই। পুলিশ ইতিমধ্যেই একটি তদন্তকারী টিম তৈরি করেছে।

এদিকে পাকিস্তানে ওই হিন্দু মহিলাতে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ঠিক কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে।

এদিকে পাকিস্তানি সংবাদপত্র ডনের রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত কাস্তের কোনও দাবিদার পাওয়া যায়নি। এদিকে এই খুনের ঘটনার পেছনে কোনও তান্ত্রিকের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

একেবারে নৃশংস হত্যাকাণ্ড! মনে করা হচ্ছে খুনের পরে মহিলার দেহ থেকে স্তনগুলি কেটে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকী তার চামড়ার কিছুটা অংশও তুলে নেওয়া হয়। পাঁজরের একাংশও কেটে নেওয়া হয় বলে অভিযোগ।

 

পরবর্তী খবর

Latest News

লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাত্র ১০ রান করলেই ইতিহাস গড়বেন রোহিত বৃষ্টিতে যানজটে আটকে জোমাটোতে অর্ডার ব্যক্তির, ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর! বিবাহিত জীবনে মাধুর্য ফেরাতে আগামিকাল রাধাষ্টমীতে করুন এ কাজ, আসবে সুখ ও সৌভাগ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামছেন BJP-র মিঠুন চক্রবর্তী! কবে-কখন? একদা ভর্তি নেয়নি মুম্বইয়ের কলেজ, লেকচার দিতে সেখানেই ফিরলেন গৌতম আদানি হুইস্কি মিশিয়ে আইসক্রিম বিক্রি করছিলেন দোকানদার! খবর পেয়ে তদন্তে এসে হতবাক পুলিশ হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP কেউ পড়তে চায় না, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো বন্ধ করল বাংলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.