শুক্রবার অনুষ্ঠিত হয়ে দেশের সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবির। সেই চিন্তন শিবিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বক্তৃতাও রাখেন। সেই মঞ্চে দাঁড়িয়েই দেশ থেকে নকশালবাদীদের উপড়ে ফেলার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদি শুক্রবার বলেন ‘নকশালবাদের হুমকিগুলিকে পরাস্ত করতে হবে ভারতকে। এর জন্য বন্দুকবাজ এবং কলম চালানো, উভয় নকশালদের সমস্যার সমাধান করতে হবে।’
মোদী বলেন, ‘বিগত কয়েক বছরে, সমস্ত সরকার সন্ত্রাসের নেটওয়ার্ক ধ্বংস করার জন্য দায়িত্ব সহকারে কাজ করেছে... আমাদের বাহিনীকে একত্রিত করে এই অভিযান পরিচালনা করতে হবে। আমাদের সব ধরনের নকশালবাদকে পরাস্ত করতে হবে। তা সে বন্দুকবাজ হোক বা কলম চালনো হোক। দু’ধরনের নকশালবাদীই দেশের জন্য ভয়ংকর। এদের নির্মূল করতেই হবে। আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।’ মোদীর কথায়, ‘নকশালরা যুব সমাজের মধ্যে দেশ সম্পর্কে অশ্রদ্ধা, সমাজের মধ্যে বিভেদ তৈরি করছে।’
এর কয়েকদিন আগেই গুজরাটে দাঁড়িয়ে ‘শহুরে নকশাল’-দের আক্রমণ শানিয়েছিলেন মোদী। তিনি বলেছিলেন, ‘শহুরে নকশালদের কারণেই ৪০ বছর ধরে নর্মদা নদীর উপর বাঁধ তৈরির কাজ থমকে ছিল।’ মোদী অভিযোগ করেছিলেন, নিজেদের রূপ পরিবর্তন করে গুজরাটে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন ‘শহুরে নকশাল’-রা। উল্লেখ্য, ভিন্ন মত পোষণকারীদের উপর ‘শহুরে নকশাল’-র তকমা চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এই আবহে ফের একবার নকশালদের নিয়ে মোদীর বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে শুক্রবার মোদী ভুয়ো খবর নিয়েও সতর্ক করেন সবাইতে। তিনি বলেন, ‘একটি ভুয়ো খবর গোটা দেশ তোলপাড় করে দিতে পারে। কোনও কিছু অন্যকে পাঠানোর আগে তার সত্যতা খতিয়ে দেখার বিষয়ে আমাদের মানুষকে শেখাতে হবে।’