বাংলা নিউজ > ঘরে বাইরে > সূর্যের আলো কাজে লাগিয়ে নানা সজ্জা নেদারল্যান্ডসের ডিজাইনারের

সূর্যের আলো কাজে লাগিয়ে নানা সজ্জা নেদারল্যান্ডসের ডিজাইনারের

সূর্যের আলো কাজে লাগিয়ে নানা সজ্জা নেদারল্যান্ডসের ডিজাইনারের

দুবাই এক্সপো ২০২০-এ তাঁর বড় আকারের প্রকল্প শোভা পেয়েছে৷ নেদারল্যান্ডসের প্যাভিলিয়নের জন্য তিনি রঙিন সৌর প্যানেল সৃষ্টি করেছিলেন৷ সেই সোলার ছাদ প্যাভেলিয়নের জন্য বিদ্যুৎ উৎপাদন করেছে এবং ভিতরের গাছপালার জন্যও যথেষ্ট সূর্যের আলোর ব্যবস্থা করেছে৷

শিল্পী হলে কি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দূরে থাকতে হবে? নেদারল্যান্ডসের এক ডিজাইনার নিজের সৃষ্টির মাধ্যমে জ্বালানি ও খাদ্য সংকটের নানা সমাধানসূত্র তুলে ধরছেন৷ প্রকৃতির সঙ্গে ভারসাম্য তার মূলমন্ত্র৷ নেদারল্যান্ডসের ডিজাইনার মারিয়ান ফান আউবেলের কাছে সূর্যই মূল প্রেরণা৷ জানালার আলোকিত সজ্জার মতো এমন ডিজাইনের মূলে রয়েছে সোলার সেল৷ জ্বালানির উৎস হিসেবেও সেগুলি কাজ করে৷ মারিয়ান বলেন, ‘সৌর প্যানেল অদৃশ্য করে তোলার বদলে দেখাতে চাই, যে এটা সত্যি আমাদের ভবিষ্যৎ৷ আমার কাজে নান্দনিকতা যোগ করে৷ শিল্পকর্ম হিসেবে এটির নিজস্ব শক্তি রয়েছে৷'

এই সব সোলার উইন্ডো প্যানেল দেখতে স্টেন্ড গ্লাস মনে হলেও এর একটি কার্যকারিতাও রয়েছে৷ আর ‘সানে' নামের এই সৌরশক্তিচালিত ঝুলন্ত বাতি সূর্যাস্তের নকল করে৷ মারিয়ান বলেন, ‘সুন্দর বস্তু হিসেবে সূর্যকে আমরা সবাই চিনি৷ সমুদ্রতটে গিয়ে সূর্যাস্ত দেখলে জাদুময় মুহূর্ত মনে হয়৷ সেটাই আমি আলোর বাতির মধ্যে ফুটিয়ে তুলতে চাই৷ সূর্য ডুবে গেলেও ‘সানে' চালু থাকে৷ সূর্যের সঙ্গে প্রত্যেকের একটা ব্যক্তিগত সমীকরণ রয়েছে৷ এটাও সত্যি যে সূর্য বিভিন্ন বস্তুকে শক্তি দেয় এবং সেটির আলো সত্যি মুগ্ধ করে৷'

আমস্টারডামের এই স্টুডিও থেকেই মারিয়ান ফান আউবেলের সৃষ্টিকর্ম আসে৷ তিনি বিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এমন বস্তু তৈরি করেন, যা জ্বালানিও সাশ্রয় করে৷ যেমন একটি টেবিল, যা ডকিং স্টেশন হিসেবেও কাজে লাগানো যায়৷

দুবাই এক্সপো ২০২০-এ তাঁর বড় আকারের প্রকল্প শোভা পেয়েছে৷ নেদারল্যান্ডসের প্যাভিলিয়নের জন্য তিনি রঙিন সৌর প্যানেল সৃষ্টি করেছিলেন৷ সেই সোলার ছাদ প্যাভেলিয়নের জন্য বিদ্যুৎ উৎপাদন করেছে এবং ভিতরের গাছপালার জন্যও যথেষ্ট সূর্যের আলোর ব্যবস্থা করেছে৷ মারিয়ান ফান আউবেলের ডিজাইন সোলার প্যানেলের বৈচিত্র্য তুলে ধরে৷ তিনি বলেন, ‘এগুলি অরগ্যানিক ফটোভোল্টাইক, যেগুলি প্যাডের উপর প্রিন্ট করা হয়৷ এর মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক হেভি মেটাল ব্যবহার করা হয় না৷ সম্পূর্ণ গোলাকার হওয়ায় অত্যন্ত হালকাও বটে৷ সৌর প্রযুক্তির নতুন প্রজন্ম বলা চলে৷'

ফান আউবেল স্বচালিত গ্রিনহাউসে খাদ্য উৎপাদনের এক সমাধানসূত্রও ডিজাইন করেছেন৷ নেদারল্যান্ডসে ফ্লোরিয়াড হর্টিকালচার এস্কপোয় সেটি প্রদর্শিত হচ্ছে৷ যেসব জায়গায় বিদ্যুৎ বা চাষের জায়গার অভাব রয়েছে, সেখানে এই পাওয়ার প্লান্ট খাদ্য উৎপাদনে সহায়তা করে৷ মারিয়ান বলেন, ‘কৃষিকাজের ভবিষ্যতের খাতিরে এটা আমার সৃষ্টি৷ এর নাম পাওয়ার প্ল্যান্ট৷ আসলে যে কোনও জায়গায় খাদ্য উৎপাদন সম্ভব৷ নিজের ছাদেই সেটা করা যায়৷ অর্থাৎ পৃথিবীর অন্য প্রান্ত থেকে খাদ্য উড়িয়ে আনার প্রয়োজন নেই৷ নিজের বাসার মধ্যেই সেটি উৎপাদন করা যায়৷ ভার্টিকাল ফার্মিং ও সোলার গ্লাসের কল্যাণে সেই কাজ সম্ভব৷'

পেশায় ডিজাইনার হলেও বিজ্ঞান ও বিকল্প জ্বালানির উৎস নিয়েও চর্চা করেন তিনি৷ মারিয়ান মনে করেন, ‘উদ্ভাবনের সময় থেকেই সোলার সেলের বিকাশ হয়ে চলেছে৷ আমার মনে হয়, মাটি না খুঁড়ে এবার আকাশের সম্ভাবনা কাজে লাগানোর সময় এসে গিয়েছে৷ প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে বাঁচতে এবং অফুরন্ত উৎস কাজে লাগাতে পারলে পৃথিবীটা খুব সুন্দর জায়গা হয়ে উঠতে পারে বলে আমি মনে করি৷' মারিয়ান ফান আউবেলের মতে, সৌর প্রযুক্তির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.