ভারত থেকে টাকা হাতিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন নীরব মোদী। এনিয়ে কেন্দ্রের মোদী সরকারকে বার বার নিশানা করেন বিরোধীরা। তবে সেই নীরব মোদীকে ভারতে ফিরিয়ে আনার পথ অনেকটাই মসৃন হল। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের ১১ হাজার কোটির দুর্নীতি মামলায় নীরব মোদী দেশ ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে তার ঠিকানা লন্ডনের ওয়্যান্ডসওয়ার্থ জেল। তবে এবার সেই মোদীকে দেশে ফেরানোর ক্ষেত্রে যাবতীয় বাধা প্রায় দূর হওয়ার পথে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
নীরবের আবেদন খারিজ হয়ে গিয়েছে লন্ডনের হাইকোর্টে। নীরবের আবেদন শুনে আদালত সাফ জানিয়ে দিয়েছে, আমরা মানছি না যে নীরবের মানসিক অবস্থা ও তার আত্মহত্য়া করার সম্ভাবনা এতটাই যে তাকে প্রত্য়র্পণ করা অন্যায় বা দমনমূলক হবে।
তবে সূত্রের খবর, লন্ডন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নীরব মোদী উচ্চতর আদালতে ১৪দিনের মধ্যে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে সব শর্ত তিনি পূরণ করতে পারেন কি না সেটাই দেখার।
এদিকে লন্ডনের আদালতের এই পর্যবেক্ষণের পরে নীরবের ভারতের হাতে আসাটা অনেকটাই সহজতর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিতর্কিত হীরা ব্যবসায়ী নীরব মোদী। আদতে গুজরাটের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে পিএনবির বিপুল অর্থ আত্মসাৎ করে তিনি একাধিক দেশে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ। বিরোধীরা বার বার দাবি করেছে নীরব মোদীকে বিদেশে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয়েছিল। এবার সেই নীরব মোদীকেই ভারতের হাতে প্রত্যর্পণের উদ্যোগ।