বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালাতে গন্তব্য রাজ্যের অনুমতি লাগবে না : রেল

‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালাতে গন্তব্য রাজ্যের অনুমতি লাগবে না : রেল

‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালাতে গন্তব্য রাজ্যের অনুমতি লাগবে না, জানাল রেল (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ট্রেন ঢোকার অনুমতি দিচ্ছে না বলে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে।

পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ট্রেন ঢোকার অনুমতি দিচ্ছে না বলে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে। সেজন্য এবার থেকে গন্তব্য রাজ্যের উদ্দেশে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালানোর জন্য সংশ্লিষ্ট রাজ্যের সম্মতির প্রয়োজন হবে না বলে জানাল রেল।

রেলের মুখপাত্র রাজেশ বাজপেয়ী বলেন, ‘শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর জন্য যে স্টেশন থেকে ট্রেন ছাড়া সেই রাজ্যের সম্মতির বাধ্যতামূলক নয়। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুয়ায়ী গন্তব্য রাজ্যের সম্মতির প্রয়োজন হবে না।’

‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন নিয়ে প্রথম থেকেই বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে তরজা বেঁধেছে বিজেপি সরকারের। রেলমন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় শ্রমিক ট্রেনের বিষয়ে চূড়ান্ত অনীহা দেখাচ্ছে। যদিও বিরোধী সরকারগুলি সেই অভিযোগ অস্বীকার করেছে। তারা পালটা দাবি করে, রাজনৈতিক ফায়দা তুলতে কেন্দ্র অসহযোগিতা করছে। 

সেই তরজার মধ্যে দেশজুড়ে একাধিক দুর্ঘটনার জেরে পরিযায়ী শ্রমিক ইস্যুতে যথেচ্ছভাবে মুখ পুড়েছে কেন্দ্রের। তা থেকে নিজেদের ‘রক্ষা’ করতে বারেবারে পরিযায়ী শ্রমিকদের দায় রাজ্যের ঘাড়ে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হিসেবে মঙ্গলবার সকালে কেন্দ্রের তরফে একটি এসওপি জারি করে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোডাল কর্তৃপক্ষ তৈরি করার এবং শ্রমিকদের পাঠানো ও গ্রহণের জন্য যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। 

নয়া এসপি-তে জানানো হয়, ট্রেনের সূচি, কোথায় কোথায় ট্রেন দাঁড়াবে, কোথায় যাবে - যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল মন্ত্রক। তবে তার আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে প্রয়োজনীয়তা জানা হবে। তারইমধ্যে রেলের নয়া সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে অবশ্য প্রশ্ন উঠছে।

বিরোধী নেতাদের বক্তব্য, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ভিটেয় ফেরা শ্রমিকদের শরীরের করোনার হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গেও ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনে যাত্রীরা করোনায় আক্রান্ত হয়েছেন। পরের ট্রেনে ফেরা যাত্রীদেরও কেউ করোনায় আক্রান্ত হবেন না, এমনটা বলা অসম্ভব। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি ছাড়াই ট্রেন চালালে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা তাঁদের। সোমবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই আশঙ্কার কথা প্রকাশ করেন। তিনি জানান, একসঙ্গে বাইরে থেকে অনেকে এলে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। সেজন্য তিনি প্রতিদিন পাঁচ-ছ'টি ট্রেন আনার পক্ষপাতী। যাতে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে থাকে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শ্রমিক ইস্যুতে যেহেতু বিজেপি ব্যাকফুটে, সেজন্য নিজেদের মুখ বাঁচাতে প্রতিদিন অনেক ট্রেন চালাবে। তাতে অনেক শ্রমিক বাড়ি ফিরলেও আদতে তা সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেবে। আর তাতেই বিরোধীদের প্রশ্ন, যদি কোনও কারণে সংক্রমণ বেড়ে যায়, তখন কি দায় নেবে কেন্দ্র? নাকি রাজ্যের ঘাড়ে বন্দুক রেখে আড়ালে চলে যাবে বিজেপি সরকার? পরবর্তী দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, জে পি নাড্ডাটা ময়দানে নেমে রাজ্যের দিকে অপদার্থতার আঙুল তুলবেন? আপাতত সেই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন বিরোধীরা।

পরবর্তী খবর

Latest News

ভারতে কি 'ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ' ভিত্তিতে বণ্টন হবে স্যাটেলাইট স্পেকট্রাম? ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল IND vs AUS 3rd Test Day 1 Live: ব্রিসবেন টেস্টে বৃষ্টির জন্য শুরুতেই থমকাল খেলা সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল অবশেষে মুক্তি! স্ত্রীর হাতে হাত,পাশে সহকর্মীরা, বেরিয়ে এলেন অভিজিৎ মণ্ডল কলকাতায় আসতে হবে না, শিলিগুড়িতেই মিষ্টি হাবের প্রস্তাব, আর কোন ইউনিট হবে? রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ দুশ্চিন্তা বাড়ল লালহলুদে! ACLর চোটে গোটা মরশুম আর খেলতে পারবেন না মাদিহ তালাল… 'পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে’,বাংলাদেশে ইসকনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাধারমন দাস

IPL 2025 News in Bangla

রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.