রাজ্যসভার চেয়ারম্য়ান জগদীপ ধনখড়। শুক্রবার তিনি আপ এমপি রাঘব চড্ডাকে রীতিমতো বকাবকি করেন। বুধবার সংসদের নিরাপত্তাকে বিঘ্নিত করে দর্শক আসন থেকে লাফিয়ে পড়েছিলেন দুজন। সেই প্রসঙ্গ তুলেছিলেন রাঘব। আর সেই সময় তিনি হাত দিয়ে কিছু ভঙ্গিমা করেন। আর তাতেই রেগে যান ধনখড়।
এদিকে রাঘব হাত নাড়িয়ে একটা পয়েন্ট অফ অর্ডার তুলতে চেয়েছিলেন। বিরোধীদের তীব্র স্লোগানের মাধ্যমেই তিনি এই কাজ করেন। এদিকে ধনখড় সেই সময় বিষয়টিকে অনুমোদন দেননি। জিরো আওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি অধিবেশনকে।
তবে চড্ডার ইঙ্গিতকে মানতে পারেননি ধনখড়। এরপর তিনি বলেন, মিস্টার চড্ডা, আপনি এরকম করতে পারেন না। একটি পয়েন্ট অফ অর্ডার তোলার জন্য় এরকম করবেন না। জিহ্বা ব্যবহার করুন। এরকম একদম করবেন না। এখানেই থামেননি তিনি।
তিনি বলেন, যদি কিছু বলতে চান তবে মুখ ব্যবহার করুন। হাত দিয়ে অঙ্গভঙ্গি করবেন না। অনেক কিছু শিখতে হবে আপনাকে। মনে হচ্ছে আপনি হয়তো এবার নেচেও ফেলবেন। শান্ত হয়ে আসনে বসুন। আপনাকে এই হাউজ আগেই শাস্তি দিয়েছিল।
এদিকে গত বর্ষাকালীন অধিবেশনে চড্ডাকে রাজ্য়সভা থেকে বরখাস্ত করা হয়েছিল। মিডিয়াকে তিনি বিভ্রান্তিকর তথ্য় দিয়েছিলেন এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ৪ ডিসেম্বর সেই সাসপেনশন ওঠে।
তার মধ্য়েই রাজ্যসভার চেয়ারম্য়ান জগদীপ ধনখড়ের ধমক খেলেন তিনি। তিনি বলেন, যদি কিছু বলতে চান তবে মুখ ব্যবহার করুন। হাত দিয়ে অঙ্গভঙ্গি করবেন না। অনেক কিছু শিখতে হবে আপনাকে। মনে হচ্ছে আপনি হয়তো এবার নেচেও ফেলবেন।