বাংলা নিউজ > ঘরে বাইরে > Odisha Minister Shot at: পুলিশের ASI-এর গুলিতে গুরুতর ভাবে জখম ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

Odisha Minister Shot at: পুলিশের ASI-এর গুলিতে গুরুতর ভাবে জখম ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের ASI-এর গুলিতে গুরুতর ভাবে জখম ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী (PTI)

ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাস রবিবার ঝাড়সুগুদা জেলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ব্রজরাজনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রবিবার দুপুরে তাঁকে লক্ষ্য করে গুলি চালান পুলিশের এএসআই। 

ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নব কিশোর দাস রবিবার ঝাড়সুগুদা জেলায় গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ব্রজরাজনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রবিবার দুপুরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ, পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাস গুলি করেন নব দাসকে। মন্ত্রীর বুকে গিয়ে গুলি লাগে। এই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। অভিযুক্তর দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন বিজু জনতা দলের কর্মী সমর্থকরা।

রজরাজনগরের এসডিপিও জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সের সাহায্যে ভুবনেশ্বরে নিয়ে আসা হয় নব দাসকে। কী কারণে পুলিশকর্মী মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালেন তা স্পষ্ট নয়। ঘটনার পরই অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করা হয়েছে। গোপাল দাসের সহকর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এই কাণ্ড ঘটাতে ওই পুলিশকর্মীকে কেউ সাহায্য করেছিল কিনা তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ওই পুলিশকর্মীর সঙ্গে মন্ত্রীর কোনও পূর্ব যোগাযোগ ছিল কিনা সেটাও জানার চেষ্টা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগে মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

জানা গিয়েছে, রবিবার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নব কিশোর দাস। মন্ত্রী গাড়ি থেকে নেমে অনুষ্ঠাস্থলে যেতে গেলে অনেকেই তাঁকে ঘিরে ধরে আমন্ত্রণ জানাতে থাকেন। সেই সময়ই চার থেকে পাঁচটি গুলি এসে লাগে মন্ত্রীর বুকে। জানা গিয়েছে, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের উর্দিতেই ছিলেন গোপাল। পুলিশের প্রাথমিক অনুমান, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

বন্ধ করুন