বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজ্যপালের মুখে হিন্দি শুনেই বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধীদের! মেঘালয়ে সোচ্চার ভিপিপি

রাজ্যপালের মুখে হিন্দি শুনেই বিধানসভা থেকে ওয়াক আউট বিরোধীদের! মেঘালয়ে সোচ্চার ভিপিপি

মেঘালয়ের বিধানসভায় বিরোধীরা  (HT Photo) (HT_PRINT)

বিরোধীরা বিধানসভা থেকে ওয়াক আউট করছেন দেখে তাঁদের থামাতে যান স্পিকার থমাস এস সাংমা। এমনকি মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও তাঁকে আটকাতে যান। তাঁরা জানান, রাজ্যপাল ইংরাজিতে স্বচ্ছন্দ্য নন। তাই তাঁর ভাষণের লিখিত রূপ সকলকে দেওয়া হয়েছে।

ঘটনা মেঘালয় বিধানসভার সেখানে রাজ্যপাল ফাগু চৌহান বক্তব্য রাখছিলেন হিন্দি ভাষায়। আর রাজ্যপালের মুখে হিন্দি শুনেই বিধানসভা থেকে ওয়াক আউট করল বিরোধী ভয়েস অফ পিপলস পার্টি। ভিপিপির প্রেসিডেন্ট আরদেন্ট মিলার ভাসাইয়াওমইত এবং বাকি তিনজন বিধায়ক বিধানসভা থেকে ওয়াক আউট করেন।

এদিকে, বিরোধীরা বিধানসভা থেকে ওয়াক আউট করছেন দেখে তাঁদের থামাতে যান স্পিকার থমাস এস সাংমা। এমনকি মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও তাঁকে আটকাতে যান। তাঁরা জানান, রাজ্যপাল ইংরাজিতে স্বচ্ছন্দ্য নন। তাই তাঁর ভাষণের লিখিত রূপ সকলকে দেওয়া হয়েছে। কেন মেঘালয়ের বিধানসভায় হিন্দিতে ভাষণ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ভিপিপির প্রেসিডেন্ট আরদেন্ট মিলার ভাসাইয়াওমইত। তিনি বলেন, ‘হিন্দিভাষীদের রাজ্যপাল করে পাঠানো হচ্ছে আমাদের কাছে, আমরা বুঝতে পারছি না তাঁরা কী বলছেন, তাই আমরা প্রতিবাদ শুরু করেছি।’ তিনি ক্ষোভের সুরে একধাপ এগিয়ে বলছেন,'আমরা এটার অঙ্গ হতে চাইনা। যাঁরা অপমানিত বোধ করেন না, তাঁরা কক্ষে বসে থাকতে পারেন। আমরা এটার অংশ হতে চাই না।' মেঘালয়ের বিরোধী বিরোধী দলগুলি দাবি তোলে, ইংরেজি সেরাজ্যের অফিশিয়াল ভাষা। সেখানে কেন বিধানসভায় হিন্দি বলছেন, রাজ্যপাল?

এদিকে, বিধানসভায় রাজ্যপাল কেন হিন্দিতে ভাষণ দিলেন, তার সপক্ষে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী সাংমা বলেন,'ইংরেজি নিয়ে রাজ্যপালের কিছুটা সমস্যা রয়েছে। তাই লিখিত আকারে ইংরেজিতে তাঁর ভাষণ সকলের কাছে দেওয়া হয়েছে। এমন অশ্রদ্ধা দেখা খুবই দুঃখজনক। এমনকি স্পিকার যেখানে রাজ্যপালকে হিন্দিতে কথা বলতে বাধ্য করেছেন।' তিনি বলেন, ‘আমি অনুরোধ করছি, সমস্ত বিধায়কদের যাতে তাঁরা কক্ষের সঙ্গে সহযোগিতা করেন। রাজ্যপালের ভাষণ পাঠের সময় দয়া করে চিৎকার করবেন না।’ এদিকে, মুখ্যমন্ত্রী সাংমা যতই রাজ্যপালের সমর্থনে বক্তব্য রাখুন না কেন, তাঁর মন্ত্রিসভার মন্ত্রী এম আম্পারিন লিংডো বিরোধী বিধায়কদের সমর্থন করেন বিধানসভায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন