অর্থমন্ত্রী বলেন, আর্থিক নিয়ন্ত্রকদের সার্বিক নজরদারি বজায় রাখা উচিত। তিনি বলেন, 'আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা সমস্ত নিয়ন্ত্রকের মধ্যে বণ্টিত একটি দায়িত্ব'। যে কোনও আর্থিক দুর্বলতা নিয়ন্ত্রণ করতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই যথাযথ এবং সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
1/6২০২৩-২৪-এর বাজেট ঘোষণার পর থেকে সোমবার, এই প্রথমবার আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের(FSDC) সভাপতিত্ব করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে আমজনতার ক্লেইমহীন আমানত পাওয়ার প্রক্রিয়ায় গতি আনা। এর পাশাপাশি KYC প্রক্রিয়ার সরলীকরণ নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। ফাইল ছবি: এএনআই (ANI)
2/6FSDC-র ২৭তম সভায়, RBI গভর্নর শক্তিকান্ত দাস-সহ সমস্ত আর্থিক খাতের নিয়ন্ত্রকরা অংশগ্রহণ করেছিল। নির্মলা সীতারামন সুপারিশ দেন, নিয়ন্ত্রকদের উচিত ব্যাঙ্কিং আমানত, শেয়ারের মতো সমস্ত সেক্টরে বেআইনি আমানত এবং ক্লেইম নিষ্পত্তির উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা। ফাইল ছবি: টুইটার (ANI)
3/6অর্থমন্ত্রী বলেন, আর্থিক নিয়ন্ত্রকদের সার্বিক নজরদারি বজায় রাখা উচিত। তিনি বলেন, 'আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা সমস্ত নিয়ন্ত্রকের মধ্যে বণ্টিত একটি দায়িত্ব'। যে কোনও আর্থিক দুর্বলতা নিয়ন্ত্রণ করতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই যথাযথ এবং সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। ফাইল ছবি: এএনআই (ANI)
4/6তিনি আরও বলেন, আমজনতার উপর হাজারো নিয়ম-নীতির বোঝা আরও কমাতে হবে। এর জন্য নিয়ন্ত্রকদের একটি সরলীকৃত ও সুবিন্যস্ত পন্থা অবলম্বন করতে হবে। ফাইল ছবি: এএনআই (ANI)
5/6অর্থনৈতিক বিষয়ক সেক্রেটারি অজয়শেঠ এদিনের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, মার্কিন ব্যাঙ্কগুলির ব্যর্থতার কোনও প্রভাব যে ভারতীয় আর্থিক ব্যবস্থায় পড়েনি। ভারতের আর্থিক ব্যবস্থা 'সুরক্ষিত' বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে অর্থমন্ত্রীর কথায় সুর মিলিয়ে তিনি বলেন, ‘আনক্লেমড শেয়ার, ডিভিডেন্ড, মুনাফা ইত্যাদি মনোনীত ব্যক্তি সহজে ক্লেম করতে পারবেন।’ ফাইল ছবি: এএনআই (ANI)
6/6তিনি আরও ব্যাখা করেন, প্রত্যেক ধরণের আর্থিক পরিষেবার জন্যই একটি অভিন্ন KYC গ্রহণ করা হবে। বাজেটে ঘোষিত নীতি অনুযায়ী KYC প্রক্রিয়ার সরলীকরণ করা হবে। ফাইল ছবি: পিটিআই (ANI)