মিজোরামে নির্বাচনী সভা। সেখানেই মোদী সরকারের বিরুদ্ধে মণিপুর ইস্যুতে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি মণিপুরের ভাবাবেগকে নষ্ট করে দিয়েছে এই বিজেপি।
তিনি জানিয়েছেন, কয়েক মাস আগে আমি মণিপুরে এসেছিলাম। কিন্তু বিজেপি মণিপুরের ভাবধারাকে নষ্ট করে দিয়েছে। এখানে মানুষকে খুন করা হয়েছে, নারীদের শ্লীলতাহানি করা হয়েছে, শিশুদেরও খুন করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর মনে হল না এখানে আসাটা কতটা গুরুত্বপূর্ণ।
এভাবেই ভোটমুখী মিজোরামে বিজেপিকে দুষলেন রাহুল গান্ধী । মণিপুরের হিংসা নিয়ে বিজেপি সরকার কেন উদাসীন সেই প্রশ্নও তোলেন তিনি।
গত ৩ মে মণিপুরের চূড়াচান্দপুর শহরে প্রথমে হিংসা ছড়িয়ে পড়েছিল। এরপর গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে সেই হিংসা। সব মিলিয়ে প্রায় ১৭৫জনের মৃত্যু হয়। ৫০,০০০ মানুষ ঘরছাড়া হয়ে যান। প্রচুর বাড়ি ভেঙে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক জায়গায় কার্যত তাণ্ডব চলে। দিনের পরে দিন ধরে চলে এই হিংসা।
আর রাহুল গান্ধীর দাবি, ইজরায়েল নিয়ে বেশি উৎসাহ প্রধানমন্ত্রীর, মণিপুরের দিকে তাঁর মন নেই। সেই সঙ্গেই রাহুল জানিয়েছেন, বিজেপি এখন একাধিক সম্প্রদায়কে আঘাত করছে, ভাষা ও সংস্কৃতির উপর আঘাত হানছে, বোঝাপড়ার একটা অভাব তৈরি করে দিচ্ছে। এটা ভারতের যে ভাবধারা তার বিপরীত। যে ভাবধারায় বলা হয়েছিল অপরের আদর্শকে শ্রদ্ধা করতে হবে ও সকলকে সুরক্ষা দিতে হবে।
রাহুল গান্ধী মিজোরামে বিরাট পদযাত্রায় অংশ নেন। মঙ্গলবার সকালে তিনি স্থানীয় কংগ্রেসের নেতাদের নিয়েও আলোচনায় বসবেন। আগামী ৭ নভেম্বর ভোট। তার আগে সব দলই তাদের মতো করে রাজনৈতিক জমিকে শক্তপোক্ত করার কাজ করছেন। এবার সেই কাজে আরও জোর দিলেন রাহুল গান্ধী।