শশী শেখর
ক্রমেই ইউক্রেনের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সেদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ২৪ ঘণ্টা কাজ করছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশে ভোট প্রচারের ফাঁকে হিন্দুস্তান টাইমসকে একান্তে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আটকে পড়া সমস্ত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে আমরা চব্বিশ ঘণ্টা কাজ করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ছাত্ররা যে কষ্টের সম্মুখীন হয়েছে সে সম্পর্কে আমরা সচেতন। প্রতিটি ভারতীয় যাতে নিরাপদে বাড়িতে পৌঁছায় তা নিশ্চিত করতে আমরা কোনও ফাঁক রাখছি না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছি। এই মিশনের সাথে জড়িত সকল মন্ত্রণালয় সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করছে। ফলস্বরূপ, আমাদের ছাত্ররা যখন উদ্ধার হয়ে বাড়ি ফিরবেন, তখন তাদের মুখে খুশির ছাপ স্পষ্ট দেখতে পাবেন। তাদের অভিভাবকরা স্বস্তি পেয়েছেন।’
হিন্দুস্তান টাইমসকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আবহাওয়ার পরিস্থিতি বেশ কয়েকটি জায়গায় আমাদের কাজ কঠিন করে তুলেছে। এই কারণেই আমাদের সরকার আমাদের ছাত্রদের এবং অন্যান্য ভারতীয় নাগরিকদের সেসব এলাকা থেকে সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দিয়েছিল যেখানে লড়াই তীব্র ছিল।’ তিনি বলেন, ‘আমরা আমাদের চারজন মন্ত্রীকে সেখানে পুরো মিশনের সমন্বয় করতে পাঠিয়েছি। আটকে পড়া পড়ুয়ারা যখন দেখে যে মন্ত্রীরা ব্যক্তিগতভাবে তাদের বাড়িতে নিয়ে যেতে এসেছেন, তখন তারা স্বস্তি পান। তারা নিরাপদে বাড়িতে পৌঁছানোর বিষয়ে আরও আশাবাদী হন।’
মোদী বলেন, ‘আমরা ইউক্রেনের সাথে সীমান্ত আছে এমন দেশগুলিতে ভারতীয়দের মালিকানাধীন এনজিও এবং সংস্থাগুলিকে একত্রিত করেছি। যুদ্ধ শুরুর আগে থেকে আমাদের দূতাবাস ছাত্রদের সাথে যোগাযোগ রাখত এবং তাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে আসছিল। আমাদের প্রচেষ্টার ফলেই আমরা ইউক্রেন থেকে প্রায় ১২ হাজার ভারতীয় ছাত্রদের নিরাপদে সরিয়ে নিতে পেরেছি।’