স্কুলের প্রাক্তন শিক্ষিকার প্রেমে পড়েছে ১৭ বছর বয়সী এক কিশোরী। এরপর ৩০ জুন তারা বাড়ি থেকে পালিয়ে যায়। রাজস্থানের বিকানীরের ঘটনা। এরপর একেবারে তুুমুল শোরগোল। তবে এবার সেই সমকামী যুগলের খোঁজ মিলল চেন্নাইতে। এদিকে তারা অনলাইনে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তারা সমকামী।
বিকানীরের ইনস্পেক্টর জেনারেল ওমপ্রকাশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই যুগলের গতিবিধির উপর পুলিশ টিম নজর রাখছিল। এরপর বুধবার চেন্নাইতে তাদের খোঁজ মিলেছে। স্থানীয় পুলিশের সহায়তায় তাদের খোঁজ মিলেছে।
এদিকে হিন্দুত্ববাদী সংস্থাগুলি ইতিমধ্য়েই এই প্রেম পড়ে পলায়নকে ঘিরে একেবারে তীব্র প্রতিবাদ শুরু করেছে। হিন্দুত্ববাদী সংগঠন গোটা বিষয়টিকে লাভ জেহাদের সঙ্গে তুলনা করছে। তাদের দাবি, ১৭ বছর বয়সি ওই নাবালিকা হিন্দু ধর্মের। অন্য়দিকে ওই শিক্ষিকা মুসলিম ধর্মের। সেক্ষেত্রে ভুল বুঝিয়ে হিন্দু ধর্মের ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছে ওই মুসলিম শিক্ষিকা।
তবে পুলিশ জানিয়েছে, ডেপুটি এসপির নেতৃত্বে একটি টিম তাদের উপর নজর রাখছিল। তামিলনাড়ু যাওয়ার আগে তারা কেরলে যায়। সেখানকার চেন্নাইতে তাদের খোঁজ মিলেছে। নাবালিকা ক্লাস ১২এর ছাত্রী। আর সে ওই স্কুলেরই শিক্ষিকা ২১ বছরের এক তরুণীর সঙ্গে পালায়।
তবে কিশোরীর পরিবারের দাবি, তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। তবে নাবালিকা ৪ মিনিটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে সে জানিয়েছে, আমরা সমকামী। আমরা কোনও পুরুষকে বিয়ে করতে পারব না। সেকারণে পালিয়েছি। আমাদের ধরে ফেললে জীবন শেষ হয়ে যাবে। অপহরণের মামলাটা পুরো মিথ্য়ে। আমাকে ভুল বোঝানো হবে এতটা ছোট আমি নই।
আর ওই শিক্ষিকা তার বার্তায় বলেছেন, অপ্রয়োজনে দাঙ্গা বাঁধাবেন না। আমরা খুব নিরাপদে আছি। আমরা সুখে আছি। আমাদের মতো করে থাকতে দিন। সেই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চর্চা একেবারে তুঙ্গে। এভাবে সমকামী সম্পর্কের জেরে শিক্ষিকার প্রেমে হাবুডুবু ছাত্রীর। এরপর কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যাওয়া। এরপর ভিডিয়ো পোস্ট করে তাদের সমকামী অবস্থানকে জানানো। এমন সাহসী পদক্ষেপকে ঘিরে রীতিমতো চর্চা চলছে। তবে অবশেষে সেই সমকামী যুগলের খোঁজ মিলেছে। পুলিশ তাদের গতিবিধির উপর নজর রাখছিল। শেষ পর্যন্ত তাদের খোঁজ মিলেছে।