দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন পুষ্কর সিং ধামি। বুধবার দেরহাদুনের প্যারেড গ্রাউন্ডে একেবারে জমকালো অনুষ্ঠানে শপথ নিলেন পুষ্কর সিং ধামি।এদিন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। সোমবারই গেরুয়া শিবির সিদ্ধান্ত নিয়েছিল পুষ্কর সিং ধামিকেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হবে। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে গোয়ার ভাবী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি প্রমুখ উপস্থিত ছিলেন।
একেবারে চমকপ্রদ রাজনৈতিক জীবন পুষ্কর সিং ধামির। ১৯৭৫ সালে পিথোড়াগড় জেলায় জন্মেছিলেন তিনি। আইনের ডিগ্রি রয়েছে তাঁর ঝুলিতে। আরএসএসের কর্মী হিসাবে কাজ করেছেন বেশ কিছুদিন। এবিভিপিরও সদস্য ছিলেন তিনি। ২০০২ ও ২০০৮ সালে তিনি উত্তরাখণ্ডে বিজেপির যুব মোর্চার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেই পুষ্কর সিং ধামির হাতেই এবার উত্তরাখণ্ড রাজ্যের ভার। এই পাহাড়ি রাজ্যে তিনি হলেন ১১তম মুখ্যমন্ত্রী। এর আগে পরপর দুজন মুখ্যমন্ত্রী গাড়োয়াল রিজিয়ন থেকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। তবে পুষ্কর সিং ধামি আদতে কূমায়ুন রিজিয়নের ভূমি পুত্র।