বাংলা নিউজ > ঘরে বাইরে > Rekha Jhunjhunwala's wealth: TATA-র এই শেয়ারে লক্ষ্মীলাভ রেখা ঝুনঝুনওয়ালার, কয়েক মিনিটে আয় ৫০০ কোটি টাকা!

Rekha Jhunjhunwala's wealth: TATA-র এই শেয়ারে লক্ষ্মীলাভ রেখা ঝুনঝুনওয়ালার, কয়েক মিনিটে আয় ৫০০ কোটি টাকা!

টাটা গ্রুপের শেয়ারে আয় বাড়ল রেখা ঝুনঝুনওয়ালার। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং সোশ্যাল মিডিয়া)

Rekha Jhunjhunwala's wealth: টাটা গ্রুপের শেয়ারে লক্ষ্মীলাভ হল প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার। টাটা গ্রুপের ওই শেয়ারের উত্থানের ফলে চড়চড়িয়ে বাড়তে থাকে রেখা ঝুনঝুনওয়ালার সম্পত্তি।

শেয়ার বাজারে টাটা গ্রুপের মাল্টিব্যাগার কোম্পানি টাইটান কোম্পানির উত্থান হল। তার জেরে ব্যাপক লক্ষ্মীলাভ হল প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার। শুক্রবার বাজার খোলার পর বিএসইতে (বম্ব স্টক এক্সচেঞ্জ) টাইটানের প্রতিটি শেয়ারের দাম ৩,২১১.১ টাকায় পৌঁছে যায়। যা শেষ এক বছরের সর্বোচ্চ স্তর ছিল (৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ছিল ২০২২ সালের ৭ জুলাই)। আর টাইটান কোম্পানির উত্থানের ফলে কয়েক মিনিটের মধ্যেই প্রায় ৫০০ কোটি টাকা কামিয়ে ফেলেন রেখা ঝুনঝুনওয়ালা। তবে দিনের শেষে ৫০০ কোটি টাকা ধরে রাখা যায়নি। কারণ সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার বন্ধের সময় টাইটানের প্রতিটি শেয়ারের দাম কমে ঠেকেছে ৩,১৪৪.৭৫ টাকায়। অর্থাৎ বৃহস্পতিবারের থেকে ১.২৬ শতাংশ উত্থান হয়েছে টাইটানের শেয়ারের।

আরও পড়ুন: Mutual fund: PPF, FD-র থেকে অনেক বেশি রিটার্ন দিল এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি

বৃহস্পতিবার বাজার বন্ধের সময় টাইটানের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩,১০৫.৭ টাকা। বাজার খুলতেই সেটা একলাফে ৩,১৪৯ টাকায় পৌঁছে যায়। প্রথম ঘণ্টায় একেবারে ছুটতে থাকে টাইটানের শেয়ার। তারইমধ্যে টাইটানের প্রতিটি শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে ৩,২১১.১ টাকায় পৌঁছে যায়। তার ফলে কয়েক মিনিটের মধ্যে ৫০০ কোটি টাকা আয় হয় রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী'র। 

আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!

কারণ রেখা ঝুনঝুনওয়ালার হাতে টাটা গ্রুপের মালিকাধীন টাইটান কোম্পানির ৪৬৯৪৫৯৭০টি শেয়ার আছে। যা টাইটান কোম্পানির মোট শেয়ারের ৫.২৯ শতাংশ। আর শুক্রবার (যখন ৫২ সপ্তাহের শীর্ষ স্তরে পৌঁছে গিয়েছিল তথা প্রতিটি শেয়ারের দাম ছিল ৩,২১১.১ টাকা) টাইটানের প্রতিটি শেয়ারের দাম ১০৫.৪ টাকা বৃদ্ধি পাওয়ায় রেখা ঝুনঝুনওয়ালার সম্পত্তি ৪৯৫ কোটি বেড়ে যায়।

কেন আচমকা টাইটান কোম্পানির শেয়ারের উত্থান হল? 

বিশেষজ্ঞদের বক্তব্য, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আয় ২০ শতাংশ বৃদ্ধির খবর সামনে আসার জেরেই শেয়ার বাজারে উত্থান হয়েছে টাইটান কোম্পানির। বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে নিয়েছে। তাঁদের আস্থা বৃদ্ধি পাওয়ায় চড়চড়িয়ে বৃদ্ধি পায় টাইটান কোম্পানির শেয়ারের দাম। তবে দিনের শেষে অতটাও উঁচু স্তরে শেষ করতে পারেনি টাটা গ্রুপের সংস্থা। ৩,১৪৪.৭৫ টাকায় ঠেকেছে টাইটান কোম্পানির প্রতিটি শেয়ারের দাম।

বন্ধ করুন