Patanjali IPO: রামদেব বলেন, আগামী পাঁচ বছরে পতঞ্জলির টার্নওভার ১ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে।
1/5শেয়ার বাজারে পতঞ্জলি গ্রুপের নয়া আইপিও-র ঘোষণা করলেন রামদেব। একটি নয়, এক সঙ্গে পতঞ্জলি গোষ্ঠীর একাধিক সংস্থা স্টক মার্কেটে আনবেন যোগ গুরু। সেগুলি কী কী? ফাইল ছবি: পতঞ্জলি (Patanjali)
3/5সংস্থাগুলি হল পতঞ্জলি আয়ুর্বেদ, পতঞ্জলি ওয়েলনেস, পতঞ্জলি মেডিসিন এবং পতঞ্জলি লাইফস্টাইল। ফাইল ছবি: পিটিআই (Patanjali)
4/5রামদেব বলেন, আগামী পাঁচ বছরে পতঞ্জলির টার্নওভার ১ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে। ফাইল ছবি : পিটিআই (Patanjali)
5/5এদিন সাংবাদিক সম্মেলনে, রামদেব পতঞ্জলি আয়ুর্বেদকে অসম্মান করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। রামদেব স্বামীর দাবি, পতঞ্জলি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তা সত্ত্বেও সাধারণ মানুষ তাঁর উপর কখনও আস্থা হারাননি। পতঞ্জলি যে ভুল কিছু করতে পারে, সেটাই মানেন না সাধারণ মানুষ। (ছবি সৌজন্যে মিন্ট) (Patanjali)