বাংলা নিউজ > ঘরে বাইরে > লাদাখে ঐতিহ্য-সংস্কৃতির মিশেলে পালিত হল প্রজাতন্ত্র দিবস! একনজরে কিছু ঝলক

লাদাখে ঐতিহ্য-সংস্কৃতির মিশেলে পালিত হল প্রজাতন্ত্র দিবস! একনজরে কিছু ঝলক

সারা দেশের সঙ্গে স্বপ্নসুন্দর লাদাখেও পালিত হয়েছে ... more

সারা দেশের সঙ্গে স্বপ্নসুন্দর লাদাখেও পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি লাদাখ নিজের সংস্কৃতির রঙে উদযাপন করেছে প্রজাতন্ত্র দিবস। লেহ-এর পোলো গ্রাউন্ডে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের উৎসব। সেখানে উপস্থিত ছিলেন লাদাখের লেফ্টনেন্ট গভর্নর আর কে মাথুর। তিনি বলেন, 'আমাদের সংবিধান শুধু আমাদের মৌলিক অধিকারই দেয়নি, দিয়েছে মৌলিক কর্তব্যও যা আমাদের পালন করা উচিত।'