যত সময় যাচ্ছে, তত জটিল হয়ে উঠছে রাশিয়ার পরিস্থিতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি সত্ত্বেও মস্কোর দিয়ে এগিয়ে চলেছে ওয়াগনার গোষ্ঠী। রীতিমতো ক্ষমতার আস্ফালন করতে-করতে মস্কোর দিকে এগিয়ে চলেছে পুতিনের পুরনো ‘বন্ধু’ তথা ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বাহিনী। সেই পরিস্থিতিতে মস্কোর বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আপতত রাশিয়ায় কী ঘটছে, তার সব টাটকা আপডেট দেখুন এখানে -
আরও পড়ুন: Russia War Live Updates: সামরিক অভ্যুত্থান হতেই পালালেন পুতিন? মুখ খুলল ক্রেমলিন
মস্কোর পথে পুতিনের প্রাক্তন ‘বন্ধু’-রা
লিপেটৎস্কের গভর্নর ইগর আর্তামোনোভ জানিয়েছেন, লিপেটৎস্ক দিয়ে ওয়াগনার গোষ্ঠী এগিয়ে চলেছে। সেই পরিস্থিতিতে মানুষকে বাড়ি ছেড়ে না বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, মস্কোর ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত লিপেটৎস্ক। অর্থাৎ মস্কোর একেবারে কাছে এসে গিয়েছে পুতিনের ‘ভাড়াটে’ সৈনিকরা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মস্কোর বাইরেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
মস্কো ছেড়ে পালালেন পুতিন?
একাধিক রিপোর্টে দাবি করা হয়, মস্কোর আকাশে প্রেসিডেন্টের কপ্টার দেখা গিয়েছে। তাতে চেপে পুতিন মস্কো ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জল্পনা ছড়িয়ে পড়ে। যদিও ক্রেমলিনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মস্কোয় আছেন পুতিন।
চাপে পুতিন, 'মজা' লুটছে ইউক্রেন
ওয়াগনার গোষ্ঠীর জন্য যখন পুতিনরা চাপে পড়ে গিয়েছে, তখন 'মজা' লুটছে ইউক্রেন। যুদ্ধের রেশ ধরে পুতিনকে আক্রমণ শানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খোঁচা দিয়েছেন, যাঁরা দুষ্ট পথ নেন, তাঁরা আদতে নিজেদেরই ধ্বংস করেন।
তিনি বলেছেন, 'যে ব্যক্তি অন্য দেশের মানুষকে ধ্বংস করতে বহিনী পাঠান, জীবন প্রতিরোধ গড়ে তোলার পর তাঁদের পালিয়ে যাওয়া রুখতে পারেন না, যিনি ক্ষেপণাস্ত্র দিয়ে মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তোলেন,' তিনিই এখন চাপে পড়ে গিয়েছেন। সেইসঙ্গে জেলেনস্কির দাবি, যে লোকেদের পুতিন নিজেই অস্ত্র তুলে দিয়েছিলেন, সেই লোকেদের ভয় পেয়েই মস্কোয় ব্যারিকেড তুলে বসে আছেন।
বোমা ফেলল রাশিয়া
রিপোর্ট অনুযায়ী, ওয়াগনার গোষ্ঠীর পদক্ষেপের পর চুপ করে বসে নেই রাশিয়াও। ভারোনেসের একটি তৈল শোধনাগার এবং তেলের ডিপোয় বোমা ফেলেছে রাশিয়ার হেলিকপ্টার। দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। ভারোনেসের শহরের বাইরে ওয়াগনার গোষ্ঠীর সামরিক কনভয়ে গুলি চালিয়েছে রাশিয়া। তারইমধ্যে একাধিক রিপোর্ট অনুযায়ী, ১৮০ জন নাকি লড়াই করবেন না বলে জানিয়েছেন।
হুমকি ওয়াগনারের গোষ্ঠীর
পুতিনের কড়া বার্তার পরেই পালটা হুঁশিয়ারি দেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি জানিয়েছেন, পুতিন যে কাজটা করেছেন, সেটা ভুল করেছেন। প্রেসিডেন্ট হিসেবে বেশিদিন আর থাকতে পারবেন না। শীঘ্রই ক্ষমতাচ্যুত হবেন পুতিন।
পুতিনের বার্তা
ওয়াগনার গোষ্ঠীকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করেন পুতিন। শনিবার একটি জরুরি বার্তায় পুতিন বলেন, ‘রাশিয়ার সেনার বিরুদ্ধে যাঁরা অস্ত্র তুলে দেবেন, তাঁদের শাস্তি পেতে হবে। রস্টভ-অন-ডনে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দেশবাসীকে রক্ষা করা হবে।’ সেইসঙ্গে কোনওমতে মাথানত করবেন না আশ্বস্ত করে পুতিন বলেন, ‘নিজেদের ভবিষ্যতের জন্য কঠিনতম লড়াই করছে রাশিয়া।’
রাশিয়ার ২ শহর দখল ওয়াগনার গোষ্ঠীর
ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তাঁদের কবজায় আছে দক্ষিণ রাশিয়ার রস্টভ-অন-ডন। যে কথা স্বীকার করে নিয়েছেন পুতিনও। সেইসঙ্গে ভারোনেসের সামরিক প্রতিষ্ঠানও দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান। তাঁর দাবি, ওয়াগনার গোষ্ঠীর ছাউনিতে আক্রমণ চালিয়েছে রাশিয়ার সেনা। তাই প্রতিশোধ নেওয়া হচ্ছে।