বাংলা নিউজ > ঘরে বাইরে > Satellite Images of Chinese Air Bases: LAC-তে আরও শক্তি বাড়াচ্ছে চিন, প্রকাশ্যে সাম্প্রতিক স্যাটেলাইট ছবি
বড় খবর

Satellite Images of Chinese Air Bases: LAC-তে আরও শক্তি বাড়াচ্ছে চিন, প্রকাশ্যে সাম্প্রতিক স্যাটেলাইট ছবি

লাদাখ (ফাইল ছবি) (HT_PRINT)

  • সম্প্রতি হিন্দুস্তান টাইমসের হাতে এসেছে এই অঞ্চলের সাম্প্রতিক উপগ্রহ চিত্রের বিশ্লেষণ। 'প্ল্যানেট ল্যাব'-এর থেকে পাওয়া সেই উপগ্রহ চিত্রের বিশ্লেষণ থেকে দেখা গিয়েছে, হোতান, নগারি গুনসা এবং লাসায় বায়ুসেনা ঘাঁটিকে আরও উন্নত করেছে। ভারতীয় ভূখণ্ড থেকে এই তিনটি বায়ুসেনা ঘাঁটি খুব কাছে। 

রেজাউল লস্কর: বিগত তিনবছর ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্থির পরিস্থিতি। ভারত ও চিনা সেনা মুখোমুখি দাঁড়িয়ে দিনরাত। এরই মধ্যে বারংবার ফুটে উঠেছে চিনের আগ্রাসী মনোভাব। সীমান্তে শান্তি ফেরাতে যেখানে সেনা প্রত্যাহার নিয়ে আচোলনা চলছে, সেখানে চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই বায়ুসেনা ঘাঁটি বানিয়ে চলেছে। এই আবহে আকাশে চিনা বায়ুসেনার শক্তি ক্রমেই বেড়েছে এই অঞ্চলে। উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকেই চিন বায়ুসেনা ঘাঁটি তৈরির দিকে নজর দিয়েছিল এই অঞ্চলে। শুধু এয়ারফিল্ড নয়, লাদাখের আশেপাশে হেলিপ্যাড, রেললাইন, মিসাইল বেস, সড়ক, সেতু নির্মাণ করে চলেছে চিন। সযার স্পষ্ট ইঙ্গিত, সেনা মোতায়েনের জন্যই এসব নির্মাণকাজ।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের হাতে এসেছে এই অঞ্চলের সাম্প্রতিক উপগ্রহ চিত্রের বিশ্লেষণ। 'প্ল্যানেট ল্যাব'-এর থেকে পাওয়া সেই উপগ্রহ চিত্রের বিশ্লেষণ থেকে দেখা গিয়েছে, হোতান, নগারি গুনসা এবং লাসায় বায়ুসেনা ঘাঁটিকে আরও উন্নত করেছে। কোথাও রানওয়ে সম্প্রসারণ করা হয়েছে তো কোথাও বেস পাকা করা হয়েছে। ২০২০ সালের ২৩ জুন হোতান বায়ুসেনা ঘাঁটির উপগ্রহ চিত্র থেকে দেখা গিয়েছে যে এর আশেপাশে সেনার কোনও পাকা বাড়ি নেই। তবে ২০২৩ সালের ১৮ মে-এর চিত্রে দেখা গিয়েছে, সেখানে নতুন এয়ার বেস গড়ে তোলা হয়েছে। মিলিটারি অপারেশনের জন্যও নয়া বিল্ডিং তৈরি হয়েছে। আরও বেশি সংখ্যক যুদ্ধবিমান রাখার জন্য নয়া 'অ্যাপ্রন' তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এই হোতান হল আকসাই চিনের উত্তরে শিনজিয়াং প্রদেশে অবস্থিত। সেখান থেকে লাদাখ খুবই কাছে।

<p>গ্রাফিক্স - হিন্দুস্তান টাইমস </p>

গ্রাফিক্স - হিন্দুস্তান টাইমস 

এদিকে উপগ্রহ চিত্র থেকে দেখা গিয়েছে যে নগারি গুনসা এয়ার বেসেও নতুন করে নির্মাণ কাজ চালিয়েছে চিন। ২০২০ সালের ১০ জুনের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে এই ঘাঁটিতে একটি মাত্র রানওয়ে রয়েছে। সঙ্গে নির্মাণরাজ শুরু হয়েছে আশেপাশে। ২০২৩ সালের ১৬ মে-এর চিত্রে দেখা গিয়েছে, এই ঘাঁটিতে নয়া রানওয়ে এবং ট্যাক্সিওয়ে তৈরি করা হয়েছে। সঙ্গে যুদ্ধবিমান রাখার জন্য পাকা হ্যাঙার তৈরি করা হয়েছে আরও একটি। এছাড়াও মিলিটারি ও এয়ার অপারেশনের জন্য নয়া সামরিক বিল্ডিং তৈরি করা হয়েছে সেখানে। উল্লেখ্য, এই নগারি গুনসা ঘাঁটি লাদাখের দক্ষিণ-পূর্ব এবং উত্তরাখণ্ডের পূর্বে অবস্থিত। ভারতীয় ভূখণ্ডের বেশ কাছে অবস্থিত এই বিমানঘাঁটি। এছাড়া তিব্বতের রাজধানী লাসাতে অবস্থিত চিনা বায়ুসেনা ঘাঁটির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে গত তিন বছরে।

প্রসঙ্গত, ভারতীয় ভূখণ্ড থেকে এই তিনটি বায়ুসেনা ঘাঁটি খুব কাছে। যেকোনও সময় এই ঘাঁটি থেকে ভারতীয় ভূখণ্ডে হামলা চালাতে পারে চিন। এই তিন ঘাঁটির সাহায্যে লাদাখ, উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারতের ওপর চোখ রাঙাতে পারে চিনা সেনা। ভারতের সঙ্গে স্ট্যান্ডঅফের সময় এই তিন ঘাঁটির কৌশলগত গুরুত্ব অপরিসীম। হোতান এয়ারবেস লেহ থেকে মাত্র ৪০০ কিমি দূরে। উল্লেখ্য, এর আগে শেষবার ২০০২ সালে হোতান এয়ারবেসে কোনও নির্মাণকাজ করেছিল চিন। তবে ২০২০ সালের পর তারা এই ঘাঁটিকে অত্যাধুনিক রূপে সাজিয়ে তুলেছে। এই বিমান ঘাঁটিতে চিনের অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান রয়েছে। তাছাড়া অনেক ড্রোনও রয়েছে এখানে। এদিকে তিব্বতে অবস্থিত নগারি গুনসা বেসটি ভারতের প্যাংগং সো থেকে মাত্র ২০০ কিমি দূরে অবস্থিত। ২০১০ সালে এই বায়ুসেনা ঘাঁটি চালু করেছিল চিন। ২০১৭ সালে দোকলাম সংঘাতের পরে এই ঘাঁটিতে সম্প্রসারণের কাজ হয়। ২০২০ সালের পরে আরও অত্যাধুনিক করে তোলা হয় এটিকে। বর্তমানে সেখানে যুদ্ধবিমান রাখার জন্য ১৬টি পাকা আশ্রয়কেন্দ্র রয়েছে। এদিকে লাসা বিমানবন্দরটিকে সামরিক কজেও ব্যবহার করে থাকে চিন। এটি অরুণাচলের তাওয়াং থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত। ২০২০ সালের পর এখানেও নয়া রানওয়ে তৈরি করা হয়েছে। এখানে যুদ্ধবিমান রাখার জন্য ৩০টি নতুন আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। নতুন সামরিক বিল্ডিংও গড়ে উঠেছে। এদিকে লাসা এয়ারফিল্ডের দক্ষিণে ভূগর্ভ নির্মাণও চালাচ্ছে চিন। সম্ভবত সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে তারা।

এদিকে হিন্দুস্তান টাইমসের তরফে এই উপগ্রহ চিত্রের প্রেক্ষিতে মতামত জানতে চাওয়া হয়েছিল ভারতীয় সেনার কাছে। তবে সেনা আধিকারিকরা এই নিয়ে মুখ খুলতে নারাজ। তবে ভারত বিগত দিনে বিভিন্ন ভাবে স্পষ্ট করে দিয়েছে যে সীমান্তে পরিস্থিতি শন্ত না হলে দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক হবে না। যদিও বিষয়টিকে লঘু করে দেখাতে চেয়েছে চিন। তবে ভারত নিজেদের অবস্থানে অনড়। তবে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মনমোহন বাহাদুর হিন্দুস্তান টাইমসকে বলেছেন, এর আগে চিনের থেকে ভারতীয় বায়ুসেনার বেশি প্রভাব ছিল এই অঞ্চলে। তবে ধীরে ধীরে চিন নিজেদের প্রভাব বিস্তার করেছে এই সব নির্মাণ কাজের মাধ্যমে। এই আবহে ভারতীয় বায়ুসেনার হামলা প্রতিহত করার জন্য কৌশলগত ভাবে এই সব বায়ুসেনা ঘাঁটিকে অত্যাধুনিক করে তুলেছে তারা। উল্লেখ্য, কোনও যুদ্ধবিমান যখন ভারী মিসাইল নিয়ে টেকঅফ করে, তখন রানওয়ে লম্বা হতে হয়। আগে এই সব অঞ্চলে চিনা বায়ুসেনা ঘাঁটির রানওয়ে লম্বা ছিল না। তবে তারা সেই সমস্যা দূর করেছে বিগত কয়েকদিনে।

ঘরে বাইরে খবর

Latest News

KKR vs PBKS Live Score Updates, IPL 2024: আজ ইডেনে পঞ্জাবকে হারাতে মরিয়া কেকেআর হাসপাতালে কচি বউ-কে সারারাত আগলে কাঞ্চন, কবে বাড়ি ফিরবেন শ্রীময়ী? এখন কেমন আছেন মিস ইউনিভার্সের মঞ্চে প্রথমবার সৌদি সুন্দরী, অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় Kolkata Knight Riders বনাম Punjab Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ঝপ করে পড়ল শেয়ার, ১.৩ বিলিয়ন ক্ষতির মুখে, বড় ঝামেলায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫০বার! 'অযোগ্য' হয়ে একে অপরের হাত ধরছেন, এবারও তাঁদের যোগ্য প্রমাণ করবে দর্শক? ‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.