বাংলা নিউজ > ঘরে বাইরে > Seema Haider: সীমার সঙ্গে পাক সেনার কোন সূত্রে যোগ? উচ্চারণ স্পষ্টতা ঘিরে উঠছে প্রশ্ন, তদন্তের কেন্দ্রে পাকিস্তানি মহিলা

Seema Haider: সীমার সঙ্গে পাক সেনার কোন সূত্রে যোগ? উচ্চারণ স্পষ্টতা ঘিরে উঠছে প্রশ্ন, তদন্তের কেন্দ্রে পাকিস্তানি মহিলা

সীমাকে দেশে ফেরানো নিয়ে ইতিমধ্যেই তাঁর স্বামী গুলাম হায়দার দাবি করেছেন। গুলামের দাবি অনুযায়ী, সীমার ভাই পাকিস্তানের সেনায় রয়েছে। আর সে করাচিতে পোস্টেড। সীমা জানাচ্ছেন, তাঁর ভাই সেনায় যোগ দিয়েছেন কয়েক দিনই হয়েছে। এখানেই শেষ নয়।