একসময় দিল্লি দরবার তোলপাড় হয়েছিল প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার মামলা নিয়ে। এবার আত্মজীবনীতে সেই নিয়ে সাফাই দিয়েছেন রাজ্যসভার সাংসদ। বিশেষ কোনও স্থান থেকে কাজে ব্যাঘাত করার প্রচেষ্টা, এভাবেই নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগকে খণ্ডন করেছেন গগৈ।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নিজের বইয়ে লিখেছেন যে এই সংক্রান্ত শুনানি খুব অল্পেই সারা হয়েছিল ও কার্যত কোনও শুনানিই হয়নি। এই মামলার জন্য গঠিত বেঞ্চে গগৈ নিজেও ছিলেন, যেটি নিয়ে সমালোচিত হন তিনি। তবে এই বেঞ্চে থাকা যে তাঁর ভুল ছিল, সেটা ‘Justice for the Judge’ বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বীকার করে নিয়েছেন গগৈ। তাঁর মতে ৪৫ বছর ধরে তিনি যে সুনাম গড়ে তুলেছিলেন, সেটা নষ্ট হয়ে যাচ্ছিল তখন। সেই সময় ওই বেঞ্চে থাকা তাঁর উচিৎ হয়নি বলেই গগৈয়ের স্বীকারোক্তি।
প্রসঙ্গত, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন মহিলা কর্মী গগৈয়ের বিরুদ্ধে এই অভিযোগ আনে। তখন নিজে থেকেই সুপ্রিম কোর্ট বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করে। সেই বেঞ্চে নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি গগৈ। সেই বেঞ্চ দুই মহিলা বিচারপতি সহ তিন বিচারপতির কমিটি গঠন করে বিষয়টির তদন্ত করার জন্য। তারা ক্লিনচিট দেন রঞ্জন গগৈকে। গগৈ জানান যে তিনি অর্ডারে সই করেননি, তবে এটি যে বিশেষ কোনও অংশের প্রচেষ্টা তাঁর কাজের পথে অন্তরায় সৃষ্টি করার, সেটা সাফ করে দিয়েছিলেন তিনি।
আত্মজীবনীতে রামমন্দির মামলার শুনানির শেষে সব বিচারপতিদের নিয়ে চাইনিজ সহযোগে মদ্যপান করার কাহিনিও শেয়ার করেছেন তিনি। একইভাবে তিনি যখন তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রেস কনফারেন্স করেন, সেটার কথাও বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন তিনি।