শেয়ার বাজারের সূচক একেবারে লাফিয়ে বাড়ল বুধবার। এককথায় সেনসেক্স উপরের দিকে। বুধবার সকাল থেকেই এই ছবি। এমনকী শেয়ার বাজার যখন বন্ধ হয়েছে তখনও আশার ছবি। বুধবার BSE সেনসেক্স ৩০২.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এটা হয়েছিল ৬৭০৯৭.৪৪। সব মিলিয়ে শেয়ার বাজারে খুশির খবর।
কিছুটা হলেও স্বস্তিতে বিনিয়োগকারীরা। তবে এদিন সকালের দিকে শেয়ারের সূচকের পতন সেভাবে ছিল না। কিন্তু বন্ধের মুখে মুখে নিফটি আইটির সূচক প্রায় ০.০৬ শতাংশ কমে যায়।
তবে এদিন নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি পিএসই., নিফটি এনার্জি ও নিফটি ব্যাঙ্কের সূচক লাভের অভিমুখেই ছিল। সূত্রের খবর, স্টক মাার্কেটের বিনিয়োগকারীদের সম্পদ ১.৬ লাখ কোটি বৃদ্ধি পায় এদিন। প্রায় সমস্ত স্টকের গ্রাফই ছিল এদিন উপরের দিকে।
সেনসেক্সে যারা লাভের দিকে এগিয়েছে তাদের মধ্য়ে হল NTPC, Bajaj Finance, Tata Motors, Power Grid, Larsen and Tubro, State Bank of India।
তবে ইকোনমিক টাইমসের খবর অনুসারে জানা গিয়েছে, সবথেকে বেশি পতনের মুখোমুখি হয়েছিল, Jubiliant Pharmova ltd, RBL Bank Ltd, ICICI Prudential life insurance, AllCargo logistics এর স্টক।
তবে এদিন মিডক্যাপ ও স্মল ক্যাপের সূচকেও বড় লাফ লক্ষ্য করা গিয়েছে। বাজার বন্ধের সময়তেও নিফটি ও সেনসেক্স উপরের দিকেই ছিল। স্টক মার্কেটে এদিন তাৎপর্যপূর্ণ প্রফিট বুকিংয়ের প্রবণতা দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাজার আপাতত এখন উপরের দিকেই রয়েছে। পঞ্চম সেশনেও বৃদ্ধির হার বজায় রেখেছে ভারতের ইক্যুইটি মার্কেটের বেঞ্চমার্কের মূল সূচকগুলি।