বিষ্ণু ভার্মা, কোচি
কংগ্রেস এমপি শশী থারুর। একটি প্রাইভেট কর্মসূচিতে তিনি মন্তব্য করেছিলেন, আমাদের পার্টি হল পরিবার চালিত। আর পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাহুল গান্ধীর রয়েছে। এরপরই এনিয়ে জোর বিতর্ক দানা বাঁধে। মনে করা হয় কার্যত বেফাঁস বলে ফেলেছেন শশী থারুর। তবে তারপরই অবশ্য় এনিয়ে ব্যাখা দেন তিনি। তিনি এরপর জানিয়ে দেন, তাঁর কথার অপব্যাখা করা হচ্ছে। নেহেরু, গান্ধী পরিবার হল তাঁর দলের অন্যতম শক্তি।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, আমি একটা মন্তব্য দেখলাম যেটা আমি ব্যক্তিগত একটি কর্মসূচিতে বলেছিলাম। এটা জনগণের জন্য ছিল না। কিন্তু এটা অপব্যাখা করা হচ্ছে। হ্যাঁ আমি বলি নেহেরু গান্ধীর পরিবারের ডিএনএ কংগ্রেস দলের সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই পরিবার আমাদের দলের শক্তি। যে কোনও ভোটে দলের কর্মীদের কাছে সবথেকে গ্রহণযোগ্য নাম হল রাহুল গান্ধী।
আসলে থিরুবনন্তপুরমে একটি নতুন অফিস খোলার অনুষ্ঠানে থারুরকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী?
সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে ওবামার মতো কেরিয়ার করা সম্ভব নয়। এটা বিরাট দেশ। একজনের মেরিট এখানে কাজ করে না। যে বিরোধী জোট করা হয়েছে তা আগের থেকে আরও সংগঠিত। একবার ভোটের ফলাফল বের হওয়ার পরেই বোঝা যাবে বিষয়টি। নেতারা একজায়গায় বসে একজনকে তুলে আনবেন। আমার মনে হয় কংগ্রেস থেকে হবে। হয় খাড়গেকে আনা হবে প্রথম দলিত প্রধানমন্ত্রী হিসাবে অথবা রাহুল গান্ধী। কারণ নানা দিক থেকে এই দল পরিবার চালিত।
শশী থারুরের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়। তবে তারপরই এনিয়ে দলের অন্দরেও নানা কথা উঠতে থাকে। তবে এবার তানিয়ে ব্য়াখা দিলেন শশী থারুর নিজেই। তবে কি বেফাঁস বলে ফেলেছিলেন শশী থারুর?
তবে এখন তাঁর মতে, এটা অপব্যাখা করা হচ্ছে। হ্যাঁ আমি বলি নেহেরু গান্ধীর পরিবারের ডিএনএ কংগ্রেস দলের সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই পরিবার আমাদের দলের শক্তি। যে কোনও ভোটে দলের কর্মীদের সবথেকে যে নামকে সমর্থন করেন তিনি হলেন রাহুল গান্ধী।