লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে ব্যস্ত। ঠিক সেই সময়ে মুম্বইয়ের ব্যস্ততম ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে সফর করলেন শিবসেনা (ইউবিটি) সভাপতি এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে ছিলেন দলের সাংসদ সঞ্জয় রাউত এবং অন্যান্য নেতারা। শুক্রবার তিনি পালঘর জেলার বোইসার থেকে ট্রেনে চড়ে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত মুম্বইয়ের বান্দ্রার উদ্দেশ্যে রওনা দেন। এদিন তাঁর ট্রেন সফরকে কেন্দ্র করে ভিড় করেন কৌতূহলী যাত্রীরা। রাজনৈতিক মহলের মতে, উদ্ভব ঠাকরের লোকাল ট্রেনে সফর আসলে ভোট প্রচারের একটি কৌশল।
আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশে 'থাপ্প়ড়' খেল শিন্ডেরা, দাবি ঠাকরেদের, পালটা ‘জয়ের’ দাবি BJP-র
মুম্বইয়ের ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভ্রমণ করেন। এদিন সাধারণ যাত্রীদের মতোই ৩৩ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ট্রেনে ভ্রমণ করেন শিবসেনা (ইউবিটি) প্রধান। যদিও গরমে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল উদ্ভব ঠাকরের চোখে মুখে। এদিন তাঁর লোকাল ট্রেনে সফরের জন্য প্রথম শ্রেণির কামরায় জানলার পাশে সিটের ব্যবস্থা করা হয়েছিল। তাঁর পাশেই বসেছিলেন সঞ্জয় রাউত এবং দলের অন্যান্য নেতারা। আর চারপাশে ছিল মুম্বই পুলিশের কড়া নিরাপত্তা।
এর একটি ভিডিয়ো দলের এক্স হ্যান্ডেল পেজে পোস্ট করা হয়েছে। তাতে সঞ্জয় রাউতের সঙ্গে ট্রেনে বসে কথা বলতে দেখা যাচ্ছে উদ্ভাবকে। দীর্ঘ ২ ঘণ্টার যাত্রার সময় যাত্রী উদ্ভব ঠাকরের ভিডিয়ো রেকর্ডিং করতে দেখা যাচ্ছিল অনেক যাত্রীকে। আবার অনেকেই ঠাকরের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছিলেন। ট্রেনের মধ্যেই যাত্রীরা এদিন উদ্ভব ঠাকরের পক্ষে স্লোগান দেন।
উল্লেখ্য, এদিন লোকাল ট্রেনে সফরের আগে উদ্ভব ঠাকরে, সঞ্জয় রাউত এবং দলের অন্যান্য নেতারা দলের প্রার্থীর পক্ষে প্রচারের জন্য পালঘর লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির তীব্র নিন্দা করেন।
এছাড়াও এদিন পালঘরে নির্বাচনী প্রচারে গিয়ে উদ্ভব ঠাকরে ভাধাবন বন্দর প্রকল্পটি বাতিল করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেছিলেন, মৎস্যজীবীরা এই প্রকল্পের বিরোধিতা করছেন। তিনি বলেছিলেন, যে তিনি ব্যক্তিগতভাবে তখন এলাকা পরিদর্শন করেছিলেন। তখন তিনি গ্রামবাসী ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছিলেন।