কংগ্রেস নেতা কমল নাথ । তিনি বিজেপিতে ভিড়ে যেতে পারেন বলে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে। এমনকী তাঁর পুত্র নকুল নাথও বিজেপিতে চলে যেতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। সোশ্য়াল মিডিয়ার বায়ো থেকেও তিনি তাঁর কংগ্রেস পরিচয় সরিয়ে দিয়েছিলেন। তবে সেই জল্পনায় আগেই জল ঢেলেছিলেন কমল নাথ। এবার সেই জল্পনায় জল ঢাললেন তাঁর পুত্রও।
কমল নাথ গোটা পরিস্থিতির জন্য মিডিয়াকে দায়ী করেছিলেন। তাঁর দাবি, মিডিয়াই এসব খবর ছড়িয়েছে। আর এবার এই গোটা ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করলেন কমল পুত্র।
তিনি বলেন, বিজেপির লোকজন বলে বেড়াচ্ছে আমি আর বাবা বিজেপিতে যাচ্ছি। আমি এটা পরিস্কার করে বলে দিচ্ছি না আমি, না আমার বাবা কমল নাথ কেউ বিজেপিতে যাচ্ছি না। এক্স হ্যান্ডেলে একথা জানান তিনি। তিনি লিখেছেন, আসন্ন ভোটে ওরা পরাজিত হবে সেই আশঙ্কাতেই এবার ওরা গুজব ছড়াতে শুরু করেছেন।
এদিকে কমল নাথ ও তাঁর পুত্র দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা ছড়িয়েছিল। তার মধ্য়েই এনিয়ে শোরগোল পড়ে যায়। তবে সম্প্রতি এনিয়ে মুখ খুলেছিলেন কমল নাথ।
এদিকে মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথের দলবদলের সম্ভাবনা নিয়ে প্রবল জল্পনা ছড়িয়েছিল। একাধিক রিপোর্টে দাবি করা হয়, তিনি নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন। তবে এই সব জল্পনা-কল্পনার মাঝেই কমল নাথের ঘনিষ্ঠ সহযোগী সজ্জন সিং বর্মা দাবি করেছিলেন, কমল নাথ কোনও ভাবেই বিজেপিতে যাবেন না। এমনতী সজ্জন এও দাবি করেন, আসন্ন লোকসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী বাছাইয়ের ওপরে নজর রয়েছে কমল নাথের।
এদিকে কী বলেছিলেন কমল নাথ নিজে?
তাঁকে সংবাদ মাধ্য়ম তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা নিয়ে প্রশ্ন করেছিল। তিনি তখন বলেন, আপনারা এটা বলছেন। কিন্তু আর কেউ তো বলছেন না। আমার মুখ থেকে কোনওদিন কিছু শুনেছেন? কোনও ইঙ্গিত পেয়েছেন? কিছু নেই। আপনার খবর করে দিলেন। আর এরপর আমায় প্রশ্ন করলেন।
তবে এবার তাঁর পুত্রও এনিয়ে মুখ খুলেছেন। তিনি এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন। তিনি লিখেছেন, বিজেপির লোকজন বলে বেড়াচ্ছে আমি আর বাবা বিজেপিতে যাচ্ছি। আমি এটা পরিস্কার করে বলে দিচ্ছি না আমি, না আমার বাবা কমল নাথ কেউ বিজেপিতে যাচ্ছি না। এক্স হ্যান্ডেলে একথা জানান তিনি। তিনি লিখেছেন, আসন্ন ভোটে ওরা পরাজিত হবে সেই আশঙ্কাতেই এবার ওরা গুজব ছড়াতে শুরু করেছেন।