দুর্বল স্রোতে একটি নদী প্রবাহিত হতে দেখা যাচ্ছে। যেন চোখের নিমেষেই স্রোতটি জমে গেল। দর্শকদের চোখের সামনেই নদীটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে ভিডিয়োয়।
চোখে নিমেষে জমে গেল নদী। আর তা রীতিমতো অদৃশ্য হয়ে গেল। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি ছোট্ট নদীর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে একটি বরফে ঢাকা স্থান দেখা যাচ্ছে। সেখানে দুর্বল স্রোতে একটি নদী প্রবাহিত হতে দেখা যাচ্ছে। যেন চোখের নিমেষেই স্রোতটি জমে গেল। দর্শকদের চোখের সামনেই নদীটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে ভিডিয়োয়। 'গতকাল সকালে স্কোয়ামিশ, বিসি-তে শ্যানন ফলসের দৃশ্য। চোখের সামনেই যেন জলের স্রোত অদৃশ্য হয়ে গেল,' লেখা ভিডিয়োর ক্যাপশনে।
ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এটিকে ফ্রাজিল আইস বলে। সূচের মতো বরফের স্ফটিক দিয়ে তৈরি এটি। জলের পৃষ্ঠের উপর এটি বরফের পাতলা আস্তরণ তৈরি করে। একটি অংশে বরফ জমতে শুরু করলেই সঙ্গে সঙ্গে পুরো জলটাই দ্রুত জমে যায়।