স্কুলের মধ্যেই চুরির অভিযোগ তুলেছিলেন শিক্ষিকা। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল স্কুলের ৩ ছাত্রীর বিরুদ্ধে। এরজন্য ওই ছাত্রীদের বিবস্ত্র করে তল্লাশি চালানো হল। শুধু তাই নয়, ছাত্রীরা নির্দোষ কি না তার জন্য পরে তাদের একটি মন্দিরে নিয়ে যাওয়া হল। এমন ঘটনার পরেই অপমানে আত্মঘাতী হল ১৪ বছর বয়সি এক অভিযুক্ত ছাত্রী। ঘটনাটি কর্ণাটকের বাগালকোটের। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরের মধ্যে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের টেস্টে পাশ করেননি, ফর্ম-ফিলআপের টাকায় বিরিয়ানি আত্মঘাতী ছাত্রী
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী একটি সরকারি স্কুলের পড়ুয়া। ওই স্কুলেরই এক শিক্ষিকা ২০০০ টাকা চুরির অভিযোগ তুলেছিলেন। তিনি ওই ৩ ছাত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছিলেন। তার ভিত্তিতে স্কুলের ৩ ছাত্রীর কাছে তল্লাশি চালায় অন্যান্য পড়ুয়ারা। তবে ছাত্রীরা বার বার নিজেদের নির্দোষ বলে দাবি করে। এরপর স্কুলের প্রধান শিক্ষক সহ ওই শিক্ষিকার নির্দেশে অন্যান্য ছাত্রীরা তাদের বিবস্ত্র করে তল্লাশি চালায়। যদিও শেষমেষ ছাত্রীদের কাছ থেকে টাকা উদ্ধার হয়নি। তবে তাতেও ক্ষান্ত হননি শিক্ষিকা। পরে তাদের মন্দিরে নিয়ে যাওয়া হয়।
বাগালকোটের পুলিশ সুপার অমরনাথ রেড্ডি জানিয়েছেন, মৃতের দিদি ওই স্কুলের ছাত্রী। এই ঘটনার কথা সে তার বাবা মাকে জানিয়েছিল। ছাত্রীর পরিবারে দাবি, এই ঘটনার পর থেকেই ছাত্রীটি অপমানিত বোধ করছিল। স্কুল থেকে ফিরে নিজেকে ঘরে বন্দি করে নিয়েছিল। পরে ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পরেই অভিযুক্তদের আটক করেছে পুলিশ। এমন ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, ওই ছাত্রী বাগালকোটের সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া। ওই স্কুলের শিক্ষিকা জয়শ্রী মিশ্রিকোটি এবং প্রধান শিক্ষক কে এইচ মুজাওয়ারের বিরুদ্ধে ছাত্রীদের বিবস্ত্র করার অভিযোগ তুলেছে পরিবার। ২০০০ হাজার টাকা চুরির অভিযোগ তুলেছিলেন জয়শ্রী নামে ওই শিক্ষিকা।
তবে ছাত্রীর পরিবার বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ তুললেও সে বিষয়টি এখনও প্রমাণিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। আধিকারিকরা জানিয়েছেন, ১৫ মার্চ বাবা-মা বাড়িতে না থাকায় মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল। পরে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।