বাংলা নিউজ > ঘরে বাইরে > বিশ্বকাপে পাকিস্তানের কাছে বিরাটদের হারের পর সৌরভ-জয়কে 'বুদ্ধু' বললেন BJP সাংসদ!

বিশ্বকাপে পাকিস্তানের কাছে বিরাটদের হারের পর সৌরভ-জয়কে 'বুদ্ধু' বললেন BJP সাংসদ!

সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। ছবি- বিসিসিআই।

বিশ্বকাপের মঞ্চে ভারতের লজ্জার হার পাকিস্তানের কাছে। এর আগে বিশ্বকাপে কখনোই পাকিস্তানের কাছে হারতে হয়নি ভারতকে। সেই রেকর্ডই ভেঙে যায় গতরাতে।

বিশ্বকাপের মঞ্চে ভারতের লজ্জার হার পাকিস্তানের কাছে। এর আগে বিশ্বকাপে কখনোই পাকিস্তানের কাছে হারতে হয়নি ভারতকে। তবে সেই রেকর্ড অক্ষু্ণ্ণ রাখতে পারেননি বিরাট কোহলিরা। আর তারপরই বিসিসিআই-এর শীর্ষ কর্তাদের তোপ দাগলেন সুব্রহ্মণ্যম স্বামী। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাতিলের দাবি করেছিলেন সুব্রহ্মণ্যম। আর এই ম্যাচে হারের পর বকলমে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহকে তোপ দাগলেন তিনি। স্বামী এক টুইটে এও প্রশ্ন করেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যা বলেন, জয় শাহ কী অনুসরণ করছেন? 

পাকিস্তানের কাছে হারের পর বিজেপি নেতা তথা রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইট করে লেখেন, 'আমি মনে করি ২০২১ সালে বিসিসিআই-এর সিদ্ধান্ত গ্রহণকারীদেরকে বুদ্ধু উপাধি দেওয়া উচিত।' স্বামী স্পষ্ট করে কারোর নাম না নিলেও বর্তমানে বিসিসিআই-এ শীর্ষে থাকা সৌরভ ও অমিত শাহ পুত্রের দিকেই সম্ভবত তাঁর আঙুল। স্বামী টুইটে আরও লেখেন, 'আমি টুইট করে বলেছিলাম যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত হবে না - এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র, প্রতিদিন নিরীহ নাগরিকদের হত্যা করে তারা।'

এদিকে দুবাইতে গিয়ে ভারত-পাক ম্যাচ দেখতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ শশীথারুর। ক্রিকেট প্রেমী হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে থারুরের। সেই থারুরও ম্যাচ শেষে মর্মাহত। ম্যাচ শেষে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, 'দুবাই ক্রিকেট স্টেডিয়ামে একটি উদ্বেগজনক সন্ধ্যায় কয়েকটি আনন্দদায়ক মুহূর্ত পেলাম বটে। তবে ভারতকে গত পঞ্চাশ বছরে এভাবে কখনও হারতে দেখিনি আমি।'

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.