পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। অনেকেই ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য সেই টাকা জমাতে শুরু করেন। ছেলেবেলা থেকে টাকা জমিয়ে মেয়ে বড় হয়ে গেলে বেশ বড় অঙ্কের টাকা পান। তা নিয়ে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য খরচ করেন। এবার সেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার
নয়া অর্থবর্ষে (২০২৩-২৪) প্রথম ত্রৈমাসিকে সুদের হার বাড়ানো হয়েছে। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের হার ছিল ৭.৬ শতাংশ। যা এবার ০.৪ শতাংশ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৮ শতাংশ হারে সুদ মিলবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটর
ধরা যাক, মেয়ের বয়স যখন চার, তখন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলেছেন। তারপর ১৫ বছর ধরে প্রতি মাসে ১০,০০০ টাকা দেবেন। অর্থাৎ প্রতি বছরে ১.২ লাখ জমা পড়বে। যখন মেয়ের বয়স ১৯ হবে, তখন সুকন্যা সমৃদ্ধি যোজনা ম্যাচিওরিটি হবে। সুদের হার আট শতাংশ ধরে হিসাব করলে প্রায় ৫৬ লাখ টাকা পাবেন আপনি।
সুকন্যা সমৃদ্ধি যোজনা - একনজরে সব তথ্য
- টাকা জমা দেওয়া: ন্যূনতম ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। একটি অর্থবর্ষে সর্বাধিক ১.৫ লাখ টাকা জমা দেওয়া হবে। ৫০ টাকার গুণিতকে টাকা দিতে হবে বিনিয়োগকারীদের। কোনও মাস বা কোনও অর্থবর্ষে যতবার খুশি টাকা দেওয়া যাবে।
- সুদের হার: ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) সুদের হার আট শতাংশ। তিন মাস অন্তর সুদের হারের ঘোষণা করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
- সুদের উপর লাগে না কোনও সুদ: আয়কর আইনের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে সুদ পাওয়া যায়, তাতে কর দিতে হয় না। সেইসঙ্গে যে অর্থ জমা দেওয়া হয়, সেটা আয়কর আইনের ৮০সি ধারার আওতায় 'ডিডাকশন' হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে টাকা জমা করবেন, সেটা করযোগ্য আয়ের থেকে বাদ চলে যাবে।
- কবে ম্যাচিওরিটি হবে? সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর ম্যাচিওর হবে। অথবা ১৮ বছর হওয়ার পর মেয়েদের বিয়ের সময় ম্যাচিওর হতে পারে (বিয়ের এক মাস আগে বা তিন মাসের পরে)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)