বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court: আরও দুজন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথবাক্য পাঠ করালেন CJI

Supreme Court: আরও দুজন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট, শপথবাক্য পাঠ করালেন CJI

প্রধান বিচাপতি ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। (ANI Photo) (ANI)

আরও দুজন বিচারপতি নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টে। শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি। 

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুক্রবার দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি। একজন হলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও অপরজন হলেন বিচারপতি কেভি বিশ্বনাথন। সব মিলিয়ে এবার একেবারে অনুমোদিত সব পদ পূরণ হল দেশের শীর্ষ আদালতের। বর্তমানে বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৪জন।

এর আগে মে মাসের প্রথম দিকে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এমআর শাহ অবসর গ্রহণ করেছিলেন। বর্তমানে তাঁদের সেই শূণ্যস্থান পূরণ করা হল।

এদিকে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলাকালীন অবসর নেবেন আরও তিন বিচারপতি। জুুন মাসে অবসর নিচ্ছেন বিচারপতি কেএম যোশেফ, বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি ভি রামাসুহ্মমণিয়ম। সেকারণে এদিন তাঁদেরও ফেয়ারওয়েলের অনুষ্ঠান হয়েছে।

এদিকে আগামী ২ জুলাই আবার সুপ্রিম কোর্ট খুলবে। তার আগে এদিনই ছিল ছুটির আগে শেষ কাজের দিন।

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কেভি বিশ্বনাথন ফুল কোর্টের মধ্যে শপথবা্ক্য পাঠ করেন। এদিন বারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিকে সরকার কার্যত একেবারে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ২০৩০ সালের ১১ অগস্ট বিচারপতি জেবি পর্দিওয়ালার অবসরের পরে প্রধান বিচারপতির চেয়ারে বসবেন বিচারপতি বিশ্বনাথন। এরপর ২০৩১ সালের ২৫ মে পর্যন্ত তিনি ওই পদে আসীন থাকবেন। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অফিস থেকে ওই দুই বিচারপতির নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন