Army Nurse Case: বিবাহিত হওয়ায় সেনার চাকরি থেকে ছাঁটাই নার্স, তাঁকে ৬০ লাখ ক্ষতিপূরণ দিতে কেন্দ্রকে 'সুপ্রিম' নির্দেশ
Updated: 21 Feb 2024, 08:35 PM IST Sritama Mitra 21 Feb 2024 sc verdict on nurse fired from job over marriage, army, nurse, fired, job, marriage, supreme court, সেনা, নার্স, বিয়ে, সুপ্রিম কোর্ট‘বিবাহিত বলে মহিলাকে কাজ থেকে ছাঁটাই লিঙ্গ বৈষম্যে... more
‘বিবাহিত বলে মহিলাকে কাজ থেকে ছাঁটাই লিঙ্গ বৈষম্যের…’, আর্মি নার্সের মামলায় কেন্দ্রকে ৬০ লাখ ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের।
কোর্ট বলছে, ট্রাইবুনালের রায়ই বহাল থাকবে। উল্লেখ্য, সেই রায়তে সেলিনাকে ফের কাজে যোগ দেওয়ার নির্দেশও ছিল। যদিও কোর্ট এক্ষেক্রে শুধু কেন্গ্রকে ৬০ লাখ টাকা জরিমানা দিতে বলেছে। এই নির্দেশ কেন্দ্রের কাছে যাওয়ার ৮ সপ্তাহের মধ্যে যেন সেলিনা টাকা পান, সেই বিষয়েও নির্দেশ রয়েছে কোর্টের। এদিকে, দেখা যাচ্ছে, মিলিটারি নার্সিং সার্ভিসে ১৯৭৭ সালে একটি বিধি যোগ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বিয়ের প্রেক্ষাপটে কাজ থেকে ছাঁটাই করা যাবে ১৯৭৭ সালের মিলিটারি নার্সিং সার্ভিসেসের বিধি অনুযায়ী। কোর্ট বলছে, সেই বিধি ১৯৯৫ সালে উঠে যায়।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি