বাংলা নিউজ > ঘরে বাইরে > শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টালে মিলছে অনেক প্রশ্নের উত্তর, বাড়ছে বিভ্রান্তি

শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টালে মিলছে অনেক প্রশ্নের উত্তর, বাড়ছে বিভ্রান্তি

ফাইল ছবি : পিটিআই  (PTI)

পোর্টাল নিয়েই এবার শুরু নতুন বিভ্রান্তি। পোর্টালে অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না, অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের।

স্কুল শিক্ষকদের বদলি সমস্যা নিয়ে অভিযোগ নতুন নয়। আর সেই সমস্যার সুরাহা করতেই 'উত্সশ্রী' পোর্টাল চালু করে রাজ্য সরকার। কিন্তু সেই পোর্টাল নিয়েই এবার শুরু নতুন বিভ্রান্তি। পোর্টালে অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না, অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের।

কী নিয়ে বিভ্রান্তি?

শিক্ষকদের অভিযোগ, পোর্টালের ভাষা, নিয়মাবলীর অধিকাংশই অস্পষ্ট। নিয়ম অনুযায়ী ৬ মাসে কোনও স্কুলের মোট শিক্ষকের ১০%-এর বেশি বদলি করা যাবে না। এদিকে এই ১০% শিক্ষক-শিক্ষাকর্মী দুটি মিলিয়েই, নাকি শুধু শিক্ষক, তার কোনও স্পষ্ট উত্তর নেই। প্রতিবন্ধী শিক্ষকরাও এর মধ্যেই পড়ছেন কিনা, সেই উল্লেখও নেই।

এদিকে নিয়মাবলীর আরও বেশ কিছু বিভ্রান্তি তুলে ধরেছেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের প্রশ্ন, কোনও স্কুলের একই বিষয়ের দুই জন শিক্ষকই যদি বদলি হয়ে যান এবং সেই বিষয়ের আর কোনও শিক্ষক না থাকে, সেক্ষেত্রে কী করা হবে? অর্থাত্, ধরুন কোনও স্কুলে ইতিহাসের দুই জন শিক্ষিকা আছেন। তাঁদের দু'জনেরই বদলির আবেদনের অধিকার আছে। কিন্তু তাঁরা দু'জনেই বদলি হয়ে গেলে সেই স্কুলে ইতিহাস কে পড়াবেন? এর কোনও উত্তর নেই পোর্টালে।

আবার গ্রামের দিকের স্কুলে এমনিতেই বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকারা থাকতে চান না। যাতায়াতের সমস্যা, অন্যান্য সুযোগ-সুবিধার অভাবের কারণে মফস্বল বা শহরের স্কুলে আসতে চান তাঁরা। সেক্ষেত্রে গ্রাম থেকে সব শিক্ষকরা চলে গেলে স্কুলগুলির যে আরও বেহাল দশা হবে, তা বলাই বাহুল্য।

এর মধ্যে সবচেয়ে বড় দিকটি হল, যে কারণে বদলি নিয়ে এত দাবি, সেটাকেই গুরুত্ব দেওয়া হয়নি। এমনটাই অভিযোগ শিক্ষকদের একাংশের। সেই মূল কারণটি হল বাড়ি থেকে স্কুলের দূরত্ব। অনেক শিক্ষক-শিক্ষিকাই দিনে ৬-৭ ঘণ্টা পর্যন্ত ট্রেনে-বাসে করে পড়াতে যান। সেই কারণেই কাছের স্কুলে বদলি চান তাঁরা।

কিন্তু পোর্টালে দেখা যাচ্ছে, কোনও শিক্ষকের সিনিয়রিটিকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বাড়ি থেকে স্কুলের দূরত্বকে নয়। ফলে আখেরে কোনও লাভই হচ্ছে না, দাবি শিক্ষক সংগঠনগুলির।

গত ৩১ জুলাই উত্সশ্রী পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে সেদিনই তিনি জানিয়েছিলেন, 'পোর্টাল চালু করা হচ্ছে। তবে আগামী ৩১ অগস্ট পর্যন্ত ফিডব্যাক নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী আপডেট করা হবে।' শিক্ষক-শিক্ষিকাদের আর্জি মেনে সেই আপডেট হয় কিনা, এখন সেটাই দেখার।

ঘরে বাইরে খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল কার কোর্টে যাবে বল? তিস্তা ঘিরে বাংলাদেশের প্রজেক্ট প্রাপ্তির দৌড়ে ভারত-চিন মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা?

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.