বাংলা নিউজ > ঘরে বাইরে > অন্নপূর্ণা থেকে নামতে গিয়ে মৃত্যু দশবার এভারেস্ট জয়ী পর্বতারোহীর

অন্নপূর্ণা থেকে নামতে গিয়ে মৃত্যু দশবার এভারেস্ট জয়ী পর্বতারোহীর

ফাইল ছবি: টুইটার (Twitter)

পর্বতারোহী হিসাবে বিশ্বজুড়ে নোয়েল হান্নার বেশ নামডাক। আর তা হবে না-ই বা কেন। মাউন্ট এভারেস্টে মোট ১০ বার আরোহণ করেছিলেন তিনি। সোমবার পশ্চিম নেপালের অন্নপূর্ণা পর্বত(৮,০৯১ মিটার) জয় করেন তিনি। কিন্তু পর্বতশৃঙ্গ থেকে নেমে আসার পথে ক্যাম্প IV-তে আকস্মিক মৃত্যু হয় তাঁর।

বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ থেকে নামার সময়ে মৃত্যু হল প্রখ্যাত পর্বতারোহীর। নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে নেমে আসার সময়ে প্রাণ হারালেন উত্তর আয়ারল্যান্ডের নোয়েল হান্না। তাঁর সঙ্গে এক ভারতীয় পর্বতারোহীও নিখোঁজ হয়েছেন।

পর্বতারোহী হিসাবে বিশ্বজুড়ে নোয়েল হান্নার বেশ নামডাক। আর তা হবে না-ই বা কেন। মাউন্ট এভারেস্টে মোট ১০ বার আরোহণ করেছিলেন তিনি। সোমবার পশ্চিম নেপালের অন্নপূর্ণা পর্বত(৮,০৯১ মিটার) জয় করেন তিনি। কিন্তু পর্বতশৃঙ্গ থেকে নেমে আসার পথে ক্যাম্প IV-তে আকস্মিক মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: দুই বার এভারেস্ট জয় করেও মেয়েরা পাত্তা দেয় না, পোড়া কপাল যুবকের!

পর্যটন দফতরের আধিকারিক যুবরাজ খাতিওয়াদা বলেন, তাঁর মৃত্যু ঠিক কোন পরিস্থিতিতে হয়েছে, তা স্পষ্ট নয়।

তিনি বলেন, এক ভারতীয় পর্বতারোহী অন্নপূর্ণার নিচের অংশে, হিমবাহের মাঝে সরু ও গভীর ফাটলের মধ্যে পড়ে যান। সোমবার থেকে তিনি নিখোঁজ।

পর্বতারোহন সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, অন্নপূর্ণায় আরোহণের সময় খারাপ আবহাওয়ায় আটকা পড়া আরও দুই ভারতীয় পর্বতারোহীকে উদ্ধার করা হচ্ছে।

পশ্চিম নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ জয় করা অনেকে এভারেস্টের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে ফ্রান্সের মরিস হার্জগ এই শৃঙ্গে প্রথম আরোহণ করেছিলেন। ঘন ঘন তুষার ধসের কারণে অন্নপূর্ণায় আরোহন অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়।

হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩৬৫ জন অন্নপূর্ণা পর্বতে আরোহণ করেছেন। অন্যদিকে এই পর্বত আরোহণ করতে গিয়ে ৭২ জনেরও বেশি মৃত্যুবরণ করেছেন। যে কোনও সময়ে আবহাওয়ার বদল, ঝুরঝুরে বরফ, প্রচণ্ড ঠান্ডা, গভীর গিরিখাতের কারণে এই পর্বত আরোহণ করার কথা ভাবতে অভিজ্ঞ পর্বতারোহীদেরও বুক কাঁপে।

গত সপ্তাহে, তিনজন নেপালি শেরপা পর্বতারোহী মাউন্ট এভারেস্টের নিচের অংশে বরফের চাঙড়ের আঘাতে প্রাণ হারান। আরও পড়ুন: Mission Everest: চোখে শৃঙ্গ জয়ের স্বপ্ন, এভারেস্ট জয়ী বাঙালি তনয়ার গল্প বলবেন চান্দ্রেয়ী

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে ৮টিই নেপালে। হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে আরোহণ এবং তার নিকটবর্তী পাহাড়ি এলাকায় হাইকিংয়ের জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে ছুটে আসেন। এটি নেপালের অন্যতম কর্মসংস্থানের উত্সও বটে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

পরবর্তী খবর

Latest News

‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে চিকিৎসকদের আন্দোলনের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ! সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা জল-যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, রইল তাক লাগানো দৃশ্য Visavakarma Puja: চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, চলল মন্ত্র পাঠ-প্রসাদ বিতরণও আন্দোলনকারীদের অন্যায়ের শিকার ভিন্ন মতাবলম্বীরা? সরকারের কাছে বিহিত চাইলেন কুণাল বুধে ভারী বৃষ্টি হবে না বাংলায়, শুক্রে ৫ জেলায় জারি সতর্কতা, কোথায় কেমন আবহাওয়া? বিরাট সিদ্ধান্ত ICC-র! রইল না পুরুষ মহিলা বিভেদ! T20 বিশ্বকাপের প্রাইজ মানি সমান মেয়ে কোলেই নিকের ঠোঁটে চুমু! প্রিয়াঙ্কার কাণ্ড দেখে লজ্জায় চোখ ঢাকল মালতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.