বাংলা নিউজ > ঘরে বাইরে > দুই বার এভারেস্ট জয় করেও মেয়েরা পাত্তা দেয় না, পোড়া কপাল যুবকের!

দুই বার এভারেস্ট জয় করেও মেয়েরা পাত্তা দেয় না, পোড়া কপাল যুবকের!

ছবির পর্বতারোহী অন্য কেউ( তবে তাঁকেও মনে হয় না মহিলারা পাত্তা-টাত্তা দেন) প্রতীকী ছবি; এএফপি (AFP)

মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। দুই বার। আর তারপরেও তিনি তখনও সিঙ্গেল ছিলেন। ডেটিং অ্যাপ ব্যবহার করেন। এমন কোনও অ্যাডভেঞ্চারপ্রেমীর প্রতি তো মহিলাদের আগ্রহ তুঙ্গে থাকা উচিত্। কিন্তু অবস্থা এমনই যে, তাঁকেও ডেটিং অ্যাপে জীবনসঙ্গিনী খুঁজে বেড়াতে হচ্ছে।

একবার নয়। দু-দু'বার মাউন্ট এভারেস্টের মাথায় পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু তারপরেও কোনও মহিলার পাহাড়প্রমাণ হৃদয় জয় করতে পারেননি। এক অ্যাডভেঞ্চারপ্রেমী যুবকের প্রেমজীবনের করুণ কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রেম করা যে কতটা কঠিন, তার প্রমাণ এই ঘটনা।

ইসাবেল হেগেন নামে একজন টুইটটি করেছেন। তিনি লিখেছেন, আমার একবার একটি ডেটিং অ্যাপে একজনের সঙ্গে ম্যাচ হয়েছিল। তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। দুই বার। আর তারপরেও তিনি তখনও সিঙ্গেল ছিলেন। ডেটিং অ্যাপ ব্যবহার করেন। এসব প্রেম-ট্রেম যে কতটা কঠিন মা গো!

দেখুন সেই টুইট:

ছবি; টুইটার
ছবি; টুইটার (Twitter)

টুইটারে এরপরে রীতিমতো ট্রেন্ডিং হয়ে যায় এই টুইট। প্রায় ৫২ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে।

সত্যিই তো, এটা বেশ ভাবনার বিষয়। এভারেস্টের শৃঙ্গ জয় করা যে দারুণ বীরত্বের ব্যাপার, তা কারও অজানা নয়। এমন কোনও অ্যাডভেঞ্চারপ্রেমীর প্রতি তো মহিলাদের আগ্রহ তুঙ্গে থাকা উচিত্। কিন্তু অবস্থা এমনই যে, তাঁকেও ডেটিং অ্যাপে জীবনসঙ্গিনী খুঁজে বেড়াতে হচ্ছে।

অনেকে অবশ্য অন্যান্য ‘ফ্যাক্টরে’র বিষয়েও প্রশ্ন করেছেন। তার উত্তরও দিয়েছেন ইসাবেল। দেখে নেওয়া যাক সেগুলি।

ওনাকে দেখতে কেমন?

- বেশ ‘কিউট’।

লম্বা?

- বেশ লম্বা!

নিশ্চয় অসহ্য, বিরক্তিকর ব্যক্তিত্ব ছিল

- একেবারেই নয়। ভীষণই কুল ধরণের ছিলেন।

অনেকে আবার বলছেন, এই পর্বতারোহনই হয় তো কাল হয়েছে ওনার। মহিলারা তাঁকে অতি অ্যাডভেঞ্চার প্রেমী ভেবে বসেন। আর সেই কারণেই তাঁর সঙ্গে দীর্ঘকালীন সম্পর্ক থেকে পিছিয়ে আসেন। তাছাড়া এমনটাও হতে পারে যে, ডেটে গিয়ে খালি পর্বতারোহনের বিষয়েই বলতে থাকেন তিনি! আর সেই কারণেই হয় তো মহিলারা তাঁকে এড়িয়ে যান।

ওরা কোনও Law মানে না, তাই ওদের নাম ললনা

সে কারণ যা-ই হোক না কেন। নারী চরিত্র যে বেজায় জটিল, তা তো স্বয়ং মহানায়কের মুখ থেকেই শুনে গিয়েছি আমরা। আসলে পুরুষরা যা-ই করুন না কেন, মহিলাদের মাথায় ঠিক কী চলছে, তাঁরা যে ঠিক কী চান, এ বিষয়ে জানা কার্যত অসম্ভব।

বলছ কী! ছবি: ইউটিউব
বলছ কী! ছবি: ইউটিউব (YouTube)

আর সেই কারণেই হয় তো, বাড়িতে শুয়ে-বসে থাকা, ‘ল্যাধপ্রিয়’ বাঙালি যুবকরাও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েন। পাশের পাড়ায় গিয়ে টুকটাক করে প্রেম করে আসেন। আর মাউন্ট এভারেস্টে দুই বার চড়া সাহেবও প্রেমিকার খোঁজে ডেটিং অ্যাপে বসে হাপিত্যেশ করেন।

আমাদের মতো সদা সিঙ্গেলদের তাই এ বিষয়ে বেশি মাথা না ঘামানোই ভাল। কপালে যা আছে!

 

 

 

পরবর্তী খবর

Latest News

রোজা রাখলে কেরিয়ার নষ্টের হুমকি দেওয়া হয়েছিল শামিকে? সামনে এল পুরো ঘটনা ভিতরে সারাইয়ের কাজ করছিলেন শ্রমিক, মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ IPL 2025: মহিলা ভক্তের দিনটাই যেন রঙিন করে দিলেন কোহলি, কীভাবে? নিজেরাই দেখে নিন মন্দিরে বাজল বামপন্থার গান, উড়ল DYFI পতাকা! চমকে গেলেন ভক্তরা, এ কেমন পুজো! ফুরফুরা শরিফের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আইএসএফ বিধায়ক, একমঞ্চে মমতা-নৌশাদ! শুধু একটা গ্যাস কাটার! তা দিয়েই ATM কেটে ৩৮ লক্ষ টাকা ‘আপন’ করে নিয়ে গেল চোরেরা! ‘ব্রিটেন থেকে চলে যান,’ ইমেল পেলেন ইতিহাসবিদ মণিকর্ণিকা দত্ত, কেন? চৈত্র নবরাত্রির আগে শুক্র উদয় ৩ রাশির জীবনে করবে শুভ সূচনা, কেরিয়ারে আসবে সুযোগ ‘এ কী গাইলে…’! ইন্ডিয়ান আইডলে মানসীর গান শুনে হতবাক শ্রেয়া, নিন্দা নেটপাড়ার WPL 2025-এ ছক্কায় সেরা গার্ডনার, প্রথম দশে রয়েছেন শেফালি-রিচা

IPL 2025 News in Bangla

IPL 2025: মহিলা ভক্তের দিনটাই যেন রঙিন করে দিলেন কোহলি, কীভাবে? নিজেরাই দেখে নিন মেগা নিলামে অবিক্রিত ছিলেন,তবে LSG-তে অনুশীলনে দেখা মিলল শার্দুলের, ভাগ্য খুলবে? IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান KKR-কে রাহানে নেতৃত্ব দিতে নামলেই হবে ইতিহাস, পিছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? দলের ফাইনালের রেকর্ড কী? ‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’, সাফ কথা বিরাটের আমি টেস্ট খেলতে চাই কিন্তু… লাল বলের ক্রিকেট নিয়ে কী বললেন বরুণ চক্রবর্তী? কী খেয়েছি? এ বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন… কাকে তুলোধনা করলেন কোহলি? WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI IPL 2025 শুরুর আগে দেখে নিন MI-এর সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.