বাংলা নিউজ > ঘরে বাইরে > বিরল দৃষ্টান্ত, সংকটের মধ্যেও ঐক্য জার্মান সরকারের

বিরল দৃষ্টান্ত, সংকটের মধ্যেও ঐক্য জার্মান সরকারের

সংকটের মধ্যে ঐক্য প্রদর্শন করলো জার্মান সরকার। ছবি ডয়েচে ভেল

সামাজিক গণতন্ত্রী দলের নেতা ও চ্যান্সেলর হিসেবে শলৎস সাংবাদিকদের বলেন, জনসাধারণের উপর বাড়তি চাপ লাঘব করতে সরকার অত্যন্ত স্পষ্ট একগুচ্ছ পদক্ষেপ প্রস্তুত করছে৷

বুধবার সাংবাদিকদের সামনে জার্মানির তিন শরিক দলের নেতারা ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার চেষ্টা করলেন৷ জ্বালানি সংকটের মোকাবিলা করতে দ্রুত আরও একগুচ্ছ পদক্ষেপের আশ্বাস দিলেন তারা৷ করোনা থেকে শুরু করে ইউক্রেন সংকট ও তার বহুমুখী প্রভাব নিয়ে জর্জরিত জার্মানির জোট সরকারের মধ্যে ঐক্যের অভাব বার বার স্পষ্ট হয়ে উঠছিল৷

সরকারি জোটের মধ্যে সমন্বয় ও ঐকমত্য ছাড়াই তিন শরিক দলের নেতারা একতরফাভাবে নানা সমাধানসূত্র তুলে ধরছিলেন৷ ফলে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা সম্পর্কে সরকারের নীতি যে কী, সে বিষয়ে সংশয় বাড়ছিল৷ মঙ্গল ও বুধবার বার্লিনের কাছে মেসেব্যার্গে চ্যান্সেলর শলৎসের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পরেও সরকারের পদক্ষেপ স্পষ্ট না হলেও তিন শরিক দলের শীর্ষ নেতা ঐক্য প্রদর্শন করলেন৷

সামাজিক গণতন্ত্রী দলের নেতা ও চ্যান্সেলর হিসেবে শলৎস সাংবাদিকদের বলেন, জনসাধারণের উপর বাড়তি চাপ লাঘব করতে সরকার অত্যন্ত স্পষ্ট একগুচ্ছ পদক্ষেপ প্রস্তুত করছে৷ উদারপন্থি এফডিপি দলের নেতা ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার চলতি বছরের পাশাপাশি ২০২৩ সালের শুরুতেও আরও সহায়তার আশ্বাস দেন৷ সবুজ দলের নেতা, ভাইস চ্যান্সেলর ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেক বলেন, বর্তমান এই কঠিন সময়ে দেশের কাণ্ডারী হিসেবে ওলাফ শলৎসের মতো ধীর-স্থীর ঠাণ্ডা মাথার মানুষের প্রয়োজন৷ তিনিও সরকারের পক্ষ থেকে আরও সহায়তার রূপরেখা তুলে ধরেন৷ সেইসঙ্গে বিদ্যুতের মূল্য স্থির করার বর্তমান প্রক্রিয়ায় দ্রুত রদবদলের মাধ্যমে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের আশ্বাস দিচ্ছে জার্মান সরকার৷ ইউরোপীয় পর্যায়েও একই উদ্যোগ শুরু হয়েছে৷

গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জের ধরে বিদ্যুতসহ সব জ্বালানির মূল্যও লাগামহীন হারে বেড়ে চলায় জার্মানির সাধারণ মানুষ ও শিল্পবাণিজ্য জগত আতঙ্কে ভুগছে৷ অনেকে আসন্ন শীতের মাসগুলিতে বিদ্যুতের মাসুল ও ঘর গরম রাখার ব্যয় বহন করতে পারবেন কিনা, সে বিষয়ে সংশয়ে ভুগছেন৷ তাছাড়া জ্বালানি সংকটের একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও দুশ্চিন্তা বাড়ছে৷ সরকার ঠিক সময়ে কার্যকর পদক্ষেপ না নিলে দেশ আরও গভীর সংকটের মধ্যে ডুবে যাবে বলে অনেক বিশেষজ্ঞ সতর্ক করে দিচ্ছেন৷

ক্ষমতায় আসার ঠিক পরেই ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানির জোট সরকারের ঘোষিত লক্ষ্যগুলিকে কোণঠাসা করে দিয়েছে৷ অর্থমন্ত্রী লিন্ডনার বলেন, সংকট মোকাবিলার পাশাপাশি জার্মানির অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি অবহেলা করলে চলবে না৷ বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারের উপর জোর দেন তিনি৷

প্রকাশ্যে ঐক্য প্রদর্শন সত্ত্বেও বেশ কিছু মৌলিক বিষয়ে শরিকদের মতপার্থক্য দূর করা কতটা সম্ভব হবে, সে বিষয়ে সংশয় রয়ে গিয়েছে৷ যেমন জ্বালানি সংকটের ফলে যে সব কোম্পানি অস্বাভাবিক মাত্রায় মুনাফার মুখ দেখছে, তাদের উপর বাড়তি কর চাপাতে নারাজ উদারপন্থি এফডিপি দল৷ তবে বিনিয়োগের উপর ‘স্বয়ংক্রিয় মুনাফা'-য় রাশ টানতে রাজি হয়েছে এই দল৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের! এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.