বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলাদেশে এসেছিলেন রানি এলিজাবেথ, খেয়েছিলেন মুড়ি!

১৯৫২ সালে ইংল্যান্ডের রানি হিসেবে অধিষ্ঠিত হয়েছিলন কুইন এলিজাবেথ। গত সত্তর বছরের মধ্যে একবারই তিনি স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। ১৯৮৩ সালে এসেছিলেন তিনি। কথা বলেছিলেন গ্রামের নারীদের সঙ্গে। বর্তমানে রানির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার প্ল্যাটিনাম জুবিলি উদযাপন হচ্ছে। স্বভাবতই স্মৃতিমেদুর বাংলাদেশের সেই সব মানুষেরা যারা কাছ থেকে সেবার রানিকে দেখেছিলেন।

চার দিনের সরকারি সফরের একদিনে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন। ঢাকা থেকে ট্রেনে শ্রীপুর, সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানি। রানির এই সফর এখনও গ্রামের মানুষের কাছে এক অতি মূল্যবান স্মৃতি। তিনি আসবেন বলে গ্রামের পরিকাঠামোয় ব্যাপক কাজ হয়ে। পরবর্তীকালে সেই গ্রাম বর্ধিষ্ণু হয়ে ওঠে।

ঘুরে দেখছেন রানি- ছবি সৌজন্যে পিন্টারেস্ট
ঘুরে দেখছেন রানি- ছবি সৌজন্যে পিন্টারেস্ট

কিন্তু একটি প্রশ্ন অনেকেই করেন, ঠিক কী কারণে রানি এলিজাবেথ এই গ্রানটি দেখতে এসেছিলেন ? স্মৃতিচারণ করতে গিয়ে স্থানীয় এম.সাখাওয়াত হোসেন বলেছেন বিবিসিকে যে রানির ইচ্ছা ছিল বাংলাদেশের একটি স্বনির্ভর গ্রাম পরিদর্শন করবেন। এই গ্রামে রানিকে মুড়ি খাওয়ানো হয়েছিল এবং কাপড় বোনার কাজও দেখানো হয়েছিল। রানি বেশির ভাগ সময় কাটিয়ে ছিলেন গ্রামের মহিলাদের সঙ্গে। হোসেন বলেন,রানি তাঁর দিদিমাকে একটি চাবি দিয়ে ছিলেন যা আজও তাঁদের পরিবারে সযত্নে রক্ষিত আছে।

বন্ধ করুন